অর্থ দফতরের অধীনে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতনও প্রচুর -Financial Department Job

নয়া সাম্প্রতিক সময়ে গোটা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা । তার থেকে বাদ যায়নি আমাদের দেশও । ফল স্বরুপ বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শূন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু  সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর যেকোনো সরকারই। আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের  কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।   তার ওপর প্রতি বছর নিয়ম করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাগামহীন বেকারত্ব । কীভাবে এই বেকারত্ব সামাল দেওয়া যায় তারই সুরাহা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র রাজ্য দুই সরকারই। 

সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের অর্থ দফতরের অধীনে থাকা আর ই(REC) সি । দেশ তথা এ রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য । 

সম্প্রতি এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের অর্থ দফতরের অধীনে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । তবে এটি একটি আর্থিক সংস্থা । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা ।

ALSO READ :   অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ওই সংশ্লিষ্ট আর্থিক সংস্থার শূন্য পদ গুলিতে নিয়োগ সম্পন্ন হবে বলে জানান হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে । এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মারফৎ শূন্য পদ গুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সহ আবেদন ও নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে । উল্লেখিত শূন্য পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর উপজুক্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে । তাহলে চলুন জেনে নেওয়া যাক আর ই সি (REC) মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তির খুঁটিনাটি তথ্য সম্পর্কে – 

এ ক্ষেত্রে প্রথমেই আসা যাক শূন্য পদ সম্পর্কে – 

এক্ষেত্রে একাধিক বিভাগে যেমন, ১) 

২) ফিনান্সিয়াল (FINANCIAL)

৩) ইঞ্জিনিয়ারিং (ENGINEERING)

৪)ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (INFORMATION & TECHNOLOGY)

৫)সি সি (CC)

৬)সি এস (CS)

৭)আইন (LAW)

৮) সি এস আর (CSR)

৯) অ্যাডমিনিস্ট্রেশন (ADMINITRATION)

১০)সেক্রেটারিয়াল (SERETARIAL)

১১)রাজভাষা (RAJBHASA)

উপরে উল্লেখিত বিভাগ গুলির স্বার্থে নিম্নলিখিত পদ গুলিতে শূন্য পদের জন্য কর্ম প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন , 

১) ম্যানেজার (MANAGER) 

২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ASST, MANAGER)

৩) জেনারেল ম্যানেজার (GENERAL MANAGER)

৪) ডেপুটি ম্যানেজার (DEPUTY MANAGER)

৫) অফিসার বা আধিকারিক (OFFICER)

৬) অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সহ আধিকারিক  (ASST.OFFICER)

শূন্য পদ – উল্লেখিত বিভাগ এবং পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা ১৩১ টি । 

আবেদকারীর  যোগ্যতা-

প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া শূন্য পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য উল্লেখিত শূন্য পদের জন্য নির্দিষ্ট বিভাগ গুলির ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে । পাশাপাশি আবেদন কারী প্রার্থীদের উল্লেখিত বিভাগে পূর্বের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে । এক্ষেত্রে পূর্বের কাজের অভিজ্ঞতা ছাড়া নির্দিষ্ট বিভাগে উল্লেখিত পদে আবেদনের যোগ্য নন । যেমন ধরা যাক, যদি কোনও প্রার্থী ফিনান্সিয়াল / ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগ গুলিতে ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাইছেন তাহলে ওই প্রার্থীকে ওই নির্দিষ্ট বিভাগ গুলিতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি পূর্বের কর্মস্থলের বেতনের প্রমান পত্র ও আবেদনের জন্য সংশ্লিষ্ট সংস্থায় জমা করতে হবে । 

ALSO READ :   রিজার্ভ ব্যাংকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -RBI Recruitment 2022

আবেদন পদ্ধতি- 

আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া আর ই সি (REC)  – এর  নির্দিষ্ট ওয়েব (http://www.recindia.nic.in, ) সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে। আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রার্থীকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে।  সব শেষে প্রার্থীকে নিজের নাম সই  করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি আবেদনকারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা সহ ধাপে ধাপে সরকারি নির্দেশগুলি দেখে নেওয়ার জন্য। 

নিয়োগ পদ্ধতি-

উল্লেখিত শূন্যপদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে অনলাইনে লিখিত পরীক্ষার জন্য ।  প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এরপর আবেদনকারী প্রার্থীর জমা করা নথি পত্র খুঁটিয়ে দেখে এবং শারীরিক পরীক্ষার পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 

ALSO READ :   কত বয়সের শিশুদের ভর্তি করা যাবে প্রথম শ্রেণীতে? বয়স নির্দিষ্ট করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক!

বয়স সীমা –

উল্লেখিত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ৩৩ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ৫২ বছর পর্যন্ত । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সে উপযুক্ত ছাড় দেওয়া হয়েছে । 

আবেদন ফী – 

আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে । 

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানানোর শেষ সময় সীমা আগামী এপ্রিল মাসের ১৫ তারিখ অর্থাৎ 15/04/2023 

নিয়োগ প্রক্রিয়ার আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্য যেমন পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর নির্দিষ্ট বয়স সীমা , শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে ক্লিক করুন ( http://www.recindia.nic.in)

আমরাই দেবো সঠিক চাকরির খবর , চোখ রাখুন bongodhara.com- এ 

written by – Somnath Pal . 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG – #govt job #job #recruitment #ssc #employment #rec #finance

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top