Indian Navy Apprenticeship Training 2022 : ইন্ডিয়ান নেভির তরফ থেকে সম্প্রতি একটি নতুন অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ সহ আরো অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত পুরুষ ও মহিলা নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
Indian Navy Apprenticeship Training 2022
পদের নাম (Post Name)
- অ্যাপ্রেন্টিস (Apprentice)
শূন্যপদ (Vacancy)
- এখানে মোট 230 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
আবেদকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 % নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 65 % নম্বর নিয়ে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)
- 30.01.2023 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 বছরের মধ্যে হতে হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদনের মাধ্যম (How To Apply)
ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে।
আবেদনের ঠিকানাঃ The Admiral Superintendent (For Office in Charge), Apprentice Training School, Naval Base, Kochi – 682004.
প্রয়োজনীয় নথিপত্রঃ
১। চার কপি পাসপোর্ট সাইজ ছবি।
২। সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের মার্কশীট ও বয়সের প্রমাণপত্র।
৩। ITI কোর্স সার্টিফিকেট।
৪। আধার কার্ড বা প্যান কার্ড।
৫। কমিউনিটি সার্টিফিকেট।
৬। কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট।
৭। কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদন ফি (Application Fee’s)
● জেনারেল প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
● ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
● আবেদন শুরু তারিখঃ 26/08/2022
● আবেদনের শেষ তারিখঃ 23/09/2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
অফিশিয়াল নোটিশ | Download |
অফলাইন আবেদনপত্র | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।