ইস্টার্ন কোলফিল্ডে প্রচুর শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

Eastern Coalfields Limited Recruitment 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি দারুণ সুখবর। eastern coalfields limited জেনারেল ম্যানেজার এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯/০২/২০২২ তারিখ। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই চাকরিতে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে। আবেদন করার পদ্ধতি, সিলেকশন প্রসেস, শূন্যপদ কত আছে সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের প্রতিবেদন।

নিয়োগকারী সংস্থা EASTERN COALFIELDS LIMITED
পদের নাম Mining Sirdar
শূন্যপদ 313 টি
আবেদন মাধ্যম অনলাইনে
আবেদনের শুরু তারিখ 20/02/2022
আবেদনের শেষ তারিখ 10/03/2022

পদের নাম : মাইনিং শিরদার (Mining Sirdar)
শূন্যপদ : মোট ৩১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।(UR-127, SC-86, ST-23, OBC-83, EWS-30)
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০/০২/২০২২ তারিখ এর মধ্যে ১৮ বছরের উর্ধ্বে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে মাইনিং শিরদারশীপ সার্টিফিকেট যেটি DGMS থেকে বৈধ, গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও ফাস্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন কাঠামো: এই চাকরির জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩১,৮৫২/- টাকা।
আবেদন মূল্য : এই পদে আবেদন করার জন্য আবেদন মূল্য লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা এবং এসটি এসসি মহিলা প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীরা অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট www.easterncoal.gov.in এ গিয়ে প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন অথবা নীচের দেওয়া লিংক থেকেও সরাসরি আবেদন করতে পারবেন ১০ই মার্চ,২০২২ তারিখ এর মধ্যে। 
নির্বাচন পদ্ধতি: এই চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে কম্পিউটার বেস টেস্ট(CBT) পরীক্ষার মাধ্যমে। MCQ টাইপের প্রশ্ন থাকবে 50 নম্বরের। শেষে মেডিকেল এক্সামিনেশন হবে নির্বাচিত প্রার্থীর।
প্রয়োজনীয় নথিপত্র: জেজে প্রয়োজনীয় নথিপত্র গুলি লাগবে অনলাইন আবেদন করার সময়…
  1. ফোন নম্বর ও ইমেইল আইডি‌।
  2. প্রার্থীর সমস্ত স্ক্যান করা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  3. স্ক্যান করা প্রার্থীর নিজস্ব স্বাক্ষর।
  4. স্ক্যান করা সম্প্রতি তোলা রঙ্গিন ফটোকপি।
  5. স্ক্যান করা মাইনিং শিরদার এর সার্টিফিকেট ,গ্যাস সার্টিফিকেট, ফার্স্ট এইড সার্টিফিকেট।
  6. স্ক্যান করা জাতিগত শংসাপত্র।
ALSO READ :   রাজ্যের DM অফিসে নতুন ক্লার্ক নিয়োগ ,আবেদন করুন ই-মেইল এর মাধ্যমে
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download Now(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top