1/7: 14 মার্চ, মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023)। শুরুতেই ছিল বাংলা ভাষার পরীক্ষা। এই বাংলা প্রশ্নপত্রেই ছাপার ভুলের কারণে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে।
2/7: ঠিক কী ঘটেছে? উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় ছাত্র ছাত্রীদের প্রবন্ধ লিখতে হয়। 2023 সালের বাংলা প্রশ্নে প্রবন্ধ রচনার বিষয় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রশ্নপত্রের 10.4 নম্বর প্রশ্নে প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে নেতাজিকে নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়েছিল।
3/7: প্রদত্ত তথ্যে নেতাজির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছিল, তিনি আইএএস (IAS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে সত্যিটা আলাদা। কারণ ব্রিটিশ যুগে নেতাজি আইসিএস (ICS), অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
4/7: বোর্ডের প্রথম পরীক্ষার দিনেই এমন ভুলের কারণে সমালোচনার মুখে পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। যদিও ছাপার ভুল সংক্রান্ত দায় স্বীকার করে নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
5/7: তিনি মঙ্গলবার সংবাদ মাধ্যমে মুদ্রণগত এই ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘‘ছাপার জন্য প্রশ্নপত্র পাঠানোর সময় তাতে ‘আইসিএস’ই লেখা ছিল। তবে ছাপার সময় তা ভুলবশত ‘আইএএস’ হয়ে যায়। এটা অত্যন্ত ছোট একটি ছাপার ভুল।’’
6/7: পাশাপাশি তিনি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে, প্রবন্ধ লেখার সময় আইএএস শব্দটি ব্যবহার করে থাকলে পরীক্ষার্থীদের কোনো নম্বর কাটা হবে না এই ভুলের জন্য। তার বক্তব্য ছিল ‘‘ছাত্র-ছাত্রীদের প্রবন্ধ লেখার জন্য প্রশ্নটি দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বসুর বদলে a b c d— অন্য যে কোনও নাম থাকতে পারত। তবে ছাত্র-ছাত্রীরা যদি ওই প্রবন্ধ লেখার সময় ‘আইএএস’ লেখেন, তবে তাঁদের ভুল ধরা হবে না বা নম্বরও কাটা যাবে না। খাতায় পরীক্ষার্থীদের লেখার মুন্সিয়ানা বিচার করে তার নিরিখেই নম্বর দেওয়া হবে তাদের।’’
7/7: প্রসঙ্গত, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। রাজ্য জুড়ে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯ টি। পরীক্ষা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে নারাজ পর্ষদ। কড়া হাতে সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করে রেখেছে পর্ষদ। নিয়ম মানা না হলেই মিলবে শাস্তি, এও ঘোষণা করা হয়েছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 এগুলিও পড়ুন 👇👇