NMMC অর্থাৎ নথনিয়াল মুরমু মেমোরিয়াল কলেজ, দক্ষিণ দিনাজপুর এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি ও ডি পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ভারতের তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এই পদে, বয়স সীমাই বা কত, কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে, কবে ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।
নিয়োগকারী সংস্থা | Nathaniyal Murmu Memorial College, Dakshin Dinajpur |
পদের নাম | Library Clerk And Lady Attendant |
শূন্যপদ | ০২ টি |
আবেদন মাধ্যম | সরাসরি ইন্টারভিউ |
ইন্টারভিউ এর তারিখ | ০৬/০৩/২০২২ |
১। পদের নাম – লাইব্রেরী ক্লার্ক (গ্রুপ – সি)
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়স সীমা : অফিশিয়াল নোটিশ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।এস টি এস সি প্রার্থীরা বয়সে ৫ বছর , ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং প্রতিবন্ধীদের (৪০%) ৫ বছর বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং সাথে থাকতে হবে কম্পিউটার নলেজ ও সার্টিফিকেট।
বেতন কাঠামো : ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
২। পদের নাম : লেডি এটেনডেন্ট (গ্রুপ ডি)
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়স সীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কম্পিউটার নলেজ সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন কাঠামো : এই চাকরির জন্য বেতন দেওয়া হবে ৪,৯০০/- টাকা থেকে ১৬,২০০/- টাকা পর্যন্ত।
আবেদন ফি : উপরিউক্ত পদে আবেদন করার জন্য আবেদন ফি লাগবে –
- গ্রুপ সি : ২০০/- টাকা
- গ্রুপ ডি : ১০০/- টাকা।
নির্বাচন পদ্ধতি : উপরিউক্ত পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
নিয়োগ স্থান : নথনিয়াল মুরমু মেমোরিয়াল কলেজ, দক্ষিণ দিনাজপুর
কোথায় ইন্টারভিউ হবে : Nathaniyal Murmu Memorial College, P.O & P.S – Tapan, Dist – Dakshin Dinajpur, PIN-733127, West Bengal
ইন্টারভিউ এর তারিখ : ০৬/০৩/২০২২
ইন্টারভিউ এর সময় : সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট।
কিভাবে আবেদন করবেন : প্রথমে চাকরি কতৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফলাইন ফর্ম যেটি কিনা অফিশিয়াল নোটিশ এর মধ্যে রয়েছে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তারপর আবেদন পত্র পরিস্কার ভাবে পূরণ করে রাখবেন এবং ইন্টারভিউয়ের দিন ঐ ফর্ম এবং আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কতৃপক্ষের দেওয়া নির্দিষ্ট সময়ে ও স্থানে যেতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
Official Notice & Form | |
Apply Link | |
Official Website |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)