রাজ্যের ‘PSC দুর্নীতি মুক্ত মঞ্চ’-এর পরিচালনায় গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি তারিখে নতুন নিয়োগ সহ একাধিক ১০ টি মতো দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন সংঘটিত হয়েছে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ গুলি মূলত পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC এর মাধ্যমেই করা হয়।
কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন নতুন করে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। এমনকি এক বছর দু বছর আগে যে সমস্ত চাকরির নিয়োগের পরীক্ষাগুলি হয়েছিল সেগুলির রেজাল্ট পর্যন্ত প্রকাশিত হয়নি।
এই সমস্ত একাধিক দাবি পূরণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের “পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ” রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করেছে।
গত বছরেও ঠিক একইভাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনেই চাকরি প্রার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে কর্মসূচি করেছিল। তারপরে অবশ্য বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও একাধিক দাবি পূরণ করা হয়নি।
ইতিমধ্যেই আন্দোলনকারী বিভিন্ন চাকরি প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় #wake_up _wbpsc ট্রেন্ডের মাধ্যমে আন্দোলনের প্রভাব ছড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি আন্দোলনের মাধ্যমে রাজ্যের চাকরি প্রার্থীরা কোন কোন দাবি WBPSC-র সামনে রেখেছে। চলুন এগুলি সম্পর্কে আমরা জেনে নিই।
WBPSC-র কাছে চাকরিপ্রার্থীরা যে সমস্ত দাবি জানিয়েছে:
📌 একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের চাকরপ্রার্থীদের WBPSC অভিযান কর্মসূচি।#WAKE_UP_WBPSC #kajkarmo pic.twitter.com/fEZ7mXr5yQ
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) February 7, 2023
(1) চাকরির আবেদনের জন্য বয়সসীমা তিন বছর বৃদ্ধি করতে হবে।
(2) দ্রুত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
(3) WBCS 2022 প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে হবে।
(4) Clerkship 2019 MSP প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(5) Clerkship, Miscellaneous, Junior Engineer-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে হবে।
(6) School SI, Food SI, MVI, Stenographer, KPS-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তাড়াতাড়ি প্রকাশ করতে হবে।
(7) ICDS Supervisor Promotional 2019 মেন পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে।
(8) School Sub Inspector (SI) 2018 এর নন জয়েনিং সিটে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(9) EWS চালু করতে হবে।
(10) কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পর তার এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
#WAKE_UP_WBPSC pic.twitter.com/go4q3g1LNm
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) February 7, 2023
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
🔥 গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
🔥 আরো চাকরির আপডেট 👇👇