এয়ার ইন্ডিয়া সার্ভিসে ৩২৫টি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা | Air India Services Recruitment

Air India Services Recruitment

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (Air India Engineering Services Limited) হল একটি বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত এবং সারাই সংস্থা, এখানে 300 টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যে কোনো রাজ্যের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। দেখে নিন বিস্তারিত।

এখানে মোট চারটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা

1. এয়ারক্র্যাফট টেকনিশয়ান (Aircraft Technician-Maintenance / Overhaul)

শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিংয়ে বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা এবং তাতে 60% নম্বর পেয়ে থাকলে এখানে আবেদন করা যাবে।
প্রার্থীদের নূন্যতম এক বছরের জন্য কোনো বিমান রক্ষণাবেক্ষণ দোকানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2. এয়ারক্র্যাফট টেকনিশয়ান (Aircraft Technician- Avionics- Electrical/ Instrumental/ Radio)

শিক্ষাগত যোগ্যতা- এয়ারক্রাফ্ট ইলেকট্রিকাল আর্টিফিসার / এয়ার ইলেকট্রিক রেডিও আর্টিফিসার কোর্স করা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে, প্রার্থীদের নূন্যতম এক বছরের জন্য কোনো বিমান রক্ষণাবেক্ষণ দোকানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. টেকনিশয়ান (Technician
-Fitter/Sheet Metal, Carpenter, Upholstery, Painter, Welder, Machinist)

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেড নিয়ে ITI পাশ করা থাকলে এখানে আবেদন করা যাবে। নির্দিষ্ট ট্রেডে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

4. টেকনিশয়ান (Technician X-Ray/NDT) 

শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্সে B.Sc বা মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা B. Tech করা থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি, NDT তে 2 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

মোট শূন্যপদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে মোট 325 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা

35 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম

এখানে প্রার্থীদের 25,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে প্রার্থীদের আলাদা ভাবে আবেদন করতে হবে না। এর জন্য http://www.aiasl.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে, সেখানেনিজের যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজনীয় সার্টিফিকেটের জেরক্স জুড়ে দিতে হবে। সাথে নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর করতে হবে ফর্মে। একটি আবেদন মূল্যের ডিমান্ড ড্রাফ্ট চেক এবং ফিলাপ করা আবেদনপত্র নিয়ে প্রার্থীদের নির্দিষ্ট সময়ে, সঠিক জায়গায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য

ST, SC বাদে সকল প্রার্থীদের 1,000 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউয়ের তারিখ

1 এবং 2 নম্বর পদের জন্য 31.03.2023 তারিখে, 3 এবং 4 নম্বর পদের জন্য 11.04.2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল 9.30 এর মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের স্থান

Personnel Department, A-320 Avionics Complex,
(Near New Custom House) IGI Airport Terminal-II, New Delhi – 110037. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

ALSO READ :   UPSC Topper: 'একবারে না হলে হতাশ হবেন না' হাল না ছাড়ার বার্তা দিলেন রাজ্যের ইউপিএসসি প্রথম চৈতন্য খেমানি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top