কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে চাকরি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Constable and Head Constable Recruitment: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য Group-C চাকরির সুখবরকনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এই নিয়োগটি মূলত বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF-এ করা হবে। কয়েকদিন আগেও আমরা বিএসএফে নিয়োগের বিষয়ে জানিয়েছিলাম। আপনাকে জানিয়ে দিয়েছে এই নিয়োগটি আর এই নিয়োগটি সম্পূর্ণ আলাদা। 

ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

আপনিও যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিয়োগের বিস্তারিত তথ্য ভালো করে একবার দেখে নিন। 

Constable and Head Constable Recruitment in BSF

Constable and Head Constable Recruitment in BSF

অফিসিয়াল নোটিশ নম্বর: cbc 19110/11/0108/2223

নোটিশ প্রকাশের তারিখ: 20/01/2023

আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

যে সমস্ত পদে নিয়োগ করা হবে: 

(1) হেড কনস্টেবল (Head Constable- Veterinary)

(2) কনস্টেবল (Constable)

মাসিক বেতন: 

(1) হেড কনস্টেবল- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা। 

ALSO READ :   মাসিক বেতন 63,200! ডাক বিভাগে গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি -Post Office Recruitment

(2) কনস্টেবল- পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা।

আবেদনের জন্য বয়সসীমা: 

পদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। 

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা: 

(1) হেড কনস্টেবল- উচ্চ মাধ্যমিক পাস (HS Pass) করতে হবে। সেই সাথে কমপক্ষে এক বছরের এর Veterinary Stock Assistant এর কোর্স করতে হবে। 

(2) কনস্টেবল– যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করতে হবে এবং সেই সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

অন্যান্য যোগ্যতা:

শারীরিক মাপ (Physical Standard) 

BSF Group C Physical Standard

পোষ্ট অনুযায়ী শূন্যপদ:

(1) হেড কনস্টেবল- 18 টি (UR-7, EWS-2, OBC-6, SC-3) 

(2) কনস্টেবল- 8 টি (UR-2, OBC-2, SC-1, ST-3) 

আবেদন প্রক্রিয়া:

(1) বিএসএফ রিক্রুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট (www.rectt.bsf.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

(2) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে প্রথমে আবেদনকারীকে তার দরকারি কিছু তথ্য ফিলাপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

(3) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে লগ ইন ডিটেলস দিয়েন আবেদন করার জন্য লগইন করতে হবে।

ALSO READ :   AIIMS-এ 3000 এর বেশি শূন্যপদে নতুন নিয়োগ, ছেলে-মেয়ে সকলের চাকরির সুযোগ

(4) লগইন করার পর আবেদন করার মেন পেজ ওপেন হবে। এখানে নাম, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি বিভিন্ন তথ্যগুলি পূরণ করে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

(5) বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু- 20/01/2023 (20 জানুয়ারি 2023)

আবেদন শেষ- 19/02/2023 (19 ফেব্রুয়ারি 2023)

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

✅আবেদন করার লিংক: Apply Now

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top