Kolkata Port Trust Recruitment 2022 : অবসরপ্রাপ্ত পুলিশ/সিআইএসএফ/সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী/অন্যান্য আধা-সামরিক বাহিনীদের জন্য সুখবর। কলকাতা পোর্ট ট্রাস্ট এর তরফ থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা সাব ইন্সপেক্টর, গানম্যান, লেডি সিকিউরিটি গার্ড পদের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র পাঠানোর আমন্ত্রণ জানাচ্ছেন। আগ্রহী প্রার্থীরা অফলাইন মোডে আবেদন পত্র পাঠাতে পারবেন। তাছাড়া এই প্রতিবেদনটিতে প্রার্থীরা কলকাতা পোর্ট ট্রাস্টের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কলকাতা পোর্ট ট্রাস্টের বেতনের সমস্ত বিবরণ পেতে পারেন৷ উপরন্তু, প্রার্থীরা এই লেখাটির শেষে দেওয়া লিঙ্ক থেকে কলকাতা পোর্ট ট্রাস্ট বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করতে পারেন।
Kolkata Port Trust Recruitment 2022 Notification |
নিয়োগকারী সংস্থা |
কলকাতা পোর্ট ট্রাস্ট |
পদের নাম |
সাব ইন্সপেক্টর, গানম্যান, লেডি সিকিউরিটি গার্ড |
শূন্যপদের সংখ্যা |
৩৫ টি |
আবেদন প্রক্রিয়া |
অফলাইন |
চাকরি বিভাগ |
কেন্দ্রীয় সরকারি চাকরি |
আবেদন শুরুর তারিখ |
৪ঠা ফেব্রুয়ারি ২০২২ |
আবেদনের শেষ তারিখ |
২৮ই ফেব্রুয়ারি ২০২২ |
নিয়োগ স্থান |
পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল ওয়েবসাইট |
kolkataporttrust.gov.in |
১। পদের নাম : সাব ইন্সপেক্টর
শূন্যপদ : মোট ১৬ টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ/সিআইএসএফ/সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী/অন্যান্য আধা-সামরিক বাহিনী হতে হবে।
অভিজ্ঞতা: – চাকরিতে কমপক্ষে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা, কর্মীদের তদন্ত, ভিড় নিয়ন্ত্রণ, সরাসরি পদক্ষেপ ইত্যাদির অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো : ১৯,৫০০ টাকা।
২। পদের নাম : গানম্যান
শূন্যপদ : মোট ১৭ টি শূন্যপদে গানম্যান নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ/সিআইএসএফ/সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী/অন্যান্য আধা-সামরিক বাহিনী হতে হবে।
অভিজ্ঞতা: – চাকরিতে কমপক্ষে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি অ্যাকশন, টহল, ঘড়ি এবং ওয়ার্ডে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : ০১/০১/২০২২ তারিখে আবেদনকারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো : ১৯,০৩২ টাকা।
৩। পদের নাম : লেডি সিকিউরিটি গার্ড
শূন্যপদ : মোট ০২ টি শূন্যপদে লেডি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ/সিআইএসএফ/সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী/অন্যান্য আধা-সামরিক বাহিনী হতে হবে।
অভিজ্ঞতা: – আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা, ভিড় নিয়ন্ত্রণ, চেকিং এবং তল্লাশি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সিআইএসএফ অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো : ১৭,৪৯৮ টাকা।
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
নিয়োগ স্থান: যে কোনো ডক বা অফ-ডক সাইট বা পোর্টের হেড কোয়ার্টারে হতে পারে।
কিভাবে আবেদন করবেন : অফিশিয়াল নোটিশ অনুযায়ী আগ্রহী প্রার্থীরা অফলাইন মোডে আবেদন পত্র কলকাতা পোর্ট ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা নীচের দেওয়া লিঙ্ক থেকেও ডাউনলোড করে যথাযথ ভাবে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় বা নোটিশে দেওয়া ঠিকানায় পাঠাবেন।
Office of Security Advisor, Syama Prasad Mookerjee Port, Port Security Organization, P-65, Circular Garden Reach Road, Kolkata – 700043
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২২
আবেদন পৌঁছানোর শেষ তারিখ : ২৮ই ফেব্রুয়ারি ২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না।(alert-warning)
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী:
Kolkata Port Trust Recruitment 2022 এর বয়স সীমা কি?
Kolkata Port Trust Recruitment 2022 এর বেতন কত?
Kolkata Port Trust Recruitment 2022 এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
Kolkata Port Trust Recruitment 2022 আবেদনের শেষ তারিখ কবে?
Kolkata Port Trust Recruitment 2022 এর কত শূন্যপদ আছে?