শিক্ষক কিংবা প্রফেসর হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই ? তা ও আবার কলকাতা বিশ্ববিদ্যালয় বলে কথা । ফলে রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে এ এক বাড়তি পাওনা । এবার কলকাতা বিশ্ব বিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রফেসর হওয়ার সুযোগ আপনার সামনে । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয় । সম্প্রতি এই মর্মে কর্মী গত কয়েকদিন আগেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা (Calcutta University) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এ ক্ষেত্রে মোট চারটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে৷ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
কীভাবে আবেদন করতে হবে-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের অনুকরনে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়ো ডাটা তৈরি করে নিতে হবে । এরপর চলতি এপ্রিল মাসের ১৮ তারিখ অর্থাৎ আগামী 18/04/2023 তারিখে আবেদনকারীকে তার বায়োডাটার স্বপক্ষে যাবতীয় ডকুমেন্টস বা নথি পত্র সহযোগে সরাসরি ইন্টারভিউয়ের জন্য স্ব- শরীরে সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে ।
৫। আবেদন ফর্মে
প্রার্থীর নাম—————-
বাবার নাম—————-
স্থায়ী বাসস্থানের ঠিকানা————-
বয়স———————
শিক্ষাগত যোগ্যতা———————
নিজের ইমেল আইডি——————–
ফোন নম্বর উল্লেখ করতে হবে—————-
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা—————–
আঁধার কার্ড নম্বর
প্যান কার্ড নম্বর
ইত্যাদি উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে।
৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে ।
৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-
১. ভোটার ও আঁধার কার্ড , প্যান কার্ডের -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রাসঙ্গিক বিষয়ে কাজের/ অভিজ্ঞতার প্রমান পত্র
এবার জানবো কিভাবে নিয়োগ করা হবে—
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা / দক্ষতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মবিধি মেনে কাজ করতে হবে।
এবার দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে-
পদের নাম- অ্যাসিসট্যান্ট প্রফেসর
শূন্য পদ- উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৪ টি
বয়স সীমা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-৪-২০২৩ -এর হিসাবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রতিমাসে সাম্মানিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে অথবা বি সি এ /কম্পিউটার সায়েন্সে বি এস সি ডিগ্রী / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিষয়ে দক্ষ হতে হবে।
সরাসরি ইন্টারভিউয়ের স্থান – 1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta
JD-2 Sector-3 Kolkata-700106 .
সময় – ১৮ই এপ্রিল সকাল সাড়ে ১০ টা ।
চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন bongdhara.com-এ
Official Notice : Download
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CALCUTTA #UNIVERSITY