কলকাতা মিউনিসিপ্যালিটিতে অফিসার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে THE KOLKATA CITY NUHM SOCIETY এর তরফ থেকে। সরকারি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোন পদে কত নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত, সিলেকশন প্রসেস অফিসিয়াল নোটিশ সহ সমস্ত বিষয় নিয়ে এই প্রতিবেদনটি।

Kmcgov.in recruitment 2022

kmcgov.in Recruitment 2022
নিয়োগকারী সংস্থা THE KOLKATA CITY NUHM SOCIETY
পদের নাম Medical Officer
শূন্যপদ 75 টি
আবেদন মাধ্যম Interview
ইন্টারভিউয়ের তারিখ 10th March 2022

পদের নাম : মেডিক্যাল অফিসার

শূন্যপদ : মোট ২২ টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।

বেতন কাঠামো : প্রতি মাসে ৬০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : মেডিক্যাল অফিসার (পার্ট টাইম)

শূন্যপদ : মোট ৫৩ টি শূন্যপদে মেডিক্যাল অফিসার (পার্ট টাইম) নিয়োগ করা হবে।

বেতন কাঠামো : প্রতি মাসে ২৪,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে এই চাকরির জন্য।

শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে MCI স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করে থাকতে হবে সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।

ALSO READ :   WBMSC তে নতুন চাকরির সুযোগ, ১লা মে পর্যন্ত আবেদন চলবে

বয়সসীমা: উপরের সমস্ত পদের জন্য আবেদনকারীর বয়স সীমা রাখা হয়েছে ৬২ বছর।

ইন্টারভিউয়ের তারিখ: ১০/০৩/২০২২ বেলা ১১টা ৩০ এ।

ইন্টারভিউয়ের স্থান : Room No. 254, 2nd Floor,PMU, Kolkata City NUHM Society, 5,S.N.Banerjee Road,Kolkata-700013.

ইন্টারভিউয়ের সময় যে শংসাপত্রগুলি সঙ্গে আনতে হবে:-

 নীচে বর্ণিত প্রতিটি নথির মূল এবং ফটোকপি অবশ্যই থাকতে হবে, ইন্টারভিউয়ের সময় আনতে হবে এবং নথির ফটোকপি সংযুক্ত করতে হবে আবেদনের সাথে।

  •   শংসাপত্রের বয়স প্রমাণ (মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট)
  •  এমবিবিএস এবং পশ্চিমবঙ্গ নিবন্ধনের শংসাপত্র।
  •  এমসিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ এমবিবিএস।
  •  জাতিগত শংসাপত্র।
  •  ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড (পাসপোর্ট বা ভোটার আইডি)
  •   ঠিকানার প্রমাণ (পাসপোর্ট বা ভোটার আইডি বা আধার আইডি)

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন ফর্ম Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top