কল্যাণীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ২১ হাজার ৭০০ টাকা মাসিক বেতন | Kalyani IIIT Junior Assistant Recruitment

Kalyani IIIT Recruitment: পশ্চিমবঙ্গের কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি (Indian institute of Information Technology-IIIT)- তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে নিয়োগ এর আবেদন প্রক্রিয়া শুরু হল। IIIT Kalyani-র অফিসিয়াল ওয়েবসাইটের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 

এই প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের ইনফর্মেশন টেকনোলজি এন্ড ইলেকট্রনিক্স দপ্তরের অধীনে পরিচালিত হয়। তাই এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। এই চাকরির জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বেতন, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য এক নজরে দেখে নিন। 

Kalyani IIIT Junior Assistant Recruitment

Kalyani IIIT Junior Assistant Recruitment

নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর: IIITK/Rectt/NF/22-23/29

অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের তারিখ: 18/01/2023

আবেদনের মাধ্যম: অফলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদন করার ফর্ম ডাউনলোড এর লিংক নিচে দেওয়া রয়েছে। 

কল্যাণী IIIT-তে নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে:

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) 

মাসিক বেতন: 

প্রতি মাসে 21,700 টাকা (Consolidated Pay)

আবেদনের জন্য বয়স:

উক্ত পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই 27 বছরের কম থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: 
  • আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক (HS) পাশ করতে হবে। 
  • Tally, GST, Income Tax এর কাজের অভিজ্ঞতা সহ B.Com/M.Com ডিগ্রী করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 
ALSO READ :   D.El.Ed পরীক্ষা স্থগিত! বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ
শূন্যপদ:

1 টি শূন্যপদে নিয়োগ করা হবে 

নিয়োগ প্রক্রিয়া: 
  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 
  • ইন্টারভিউ এর স্থান এবং তারিখ পরবর্তীতে মোবাইল নম্বর এবং ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের জানানো হবে। 
আবেদন করার প্রক্রিয়া: 

(1) আবেদন করার জন্য একটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ওই ফর্মটি IIIT Kalyani-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 

(2) তবে আবেদনকারীদের সুবিধার জন্য ঐ আবেদন করার ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিংক আমরা আমাদের এই পেজের নিচে দিয়ে রেখেছি। 

(3) প্রথমে ওই ফর্মটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। তারপর ওই প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

(4) ঐ ফর্ম ফিলাপ করার পর তার সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলির একটি পিডিএফ ফাইল বানাতে হবে। 

(5) ওই পিডিএফ ফাইলটি এই ইমেইলে ([email protected]) পাঠাতে হবে। 

(6) অন্যদিকে আবেদন করার ফরম এবং বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্সের কাগজ গুলি একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

ALSO READ :   বাম্পার অফার! মাত্র 1800 টাকায় বাড়ি নিয়ে আসুন AC, এই সুযোগ বারবার মেলেনা! -AC Big Offer
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

Deputy Registrar 

Indian Institute of Information Technology Kalyani, WEBEL IT Park, (Near Buddha Park) Kalyani- 741235 Nadia, West Bengal. 

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু: 18/01/2023 (18 জানুয়ারি 2023) 

আবেদন শেষ: 20/02/2023 (20 ফেব্রুয়ারি 2023) 

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার ফর্ম- Download

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top