Purulia Job Vacancy 2022 : আর কে ভি ওয়াই (RKVY) প্রকল্পে গুচ্ছ ভিত্তিক তসর চাষীদের উন্নয়ন উদ্যোগ সংক্রান্ত প্রকল্পে পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের স্থানীয় তসর চাষীদের পরিবার থেকে তিন জন কর্মী তসর বন্ধু প্রকল্পে নিয়োগ করা হবে। তবে আবেদন করার আগে এই নিয়োগের খুটিনাটি অর্থাৎ যোগ্যতা কি লাগছে, শুন্যপদ কয়টি রয়েছে এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একবার ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পদের নামঃ তসর বন্ধু
শূন্যপদঃ মোট ০৩ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
বেতন কাঠামোঃ প্রতি মাসে 5000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদনকারীর যোগ্যতাঃ
১) আবেদনকারীকে কাশিপুর ব্লকের বাসিন্দা হতে হবে।
২) ০১.০১ ২০২২ তারিখে বয়স ২৫ থেকে ৪৫ বৎসরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে৷
৪) শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।
৫) তসরচাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে।
৬) তসরচাষের সাধারণ জ্ঞান এবং স্বনির্ভর দলের সাথে যোগাযোগ রাখার দক্ষতা বাঞ্ছনীয়।
৭) তসরচাষীদের সাথে যোগাযোগ রাখার জন্য আবেদনকারীর একটি বাই-সাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে।
৮) আবেদনকারীর যেকোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় সেভিংস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে।
৯) আবেদনকারী তসরচাষী পরিবারভূক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র ( সেরিকালচার আধিকারীক কর্তৃক প্রদত্ত) আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে৷
নির্বাচন পদ্ধতিঃ
১) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সাক্ষাৎকারের(ইন্টারভিউ) ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
কাজের বিবরণঃ
১) প্রত্যেক তসর বন্ধুকে ৮ (আট) টি স্বনির্ভর দলের এবং প্রত্যেক দলে কনপক্ষে ১২ (বারো) জন সদস্য/সদস্যা থাকবেন এবং তসরচাষ সংক্রান্ত সমস্ত কাজ দেখাশুনা করবেন।
২) স্বনির্ভর দলগুলির সংহতিস্থাপন, তসরকীট পালন, বীজ তৈরী সহ সমস্ত কাজের সহযোগিতা এবং তথ্য সংগ্রহ করবেন।
৩) প্রযুক্তি ক্ষেত্র স্তরে পৌছে দেওয়া এবং তসর উন্নয়ন সংক্রান্ত বিভাগীয় প্রকল্পে সহায়তা প্রদান করবেন।
৪) প্রত্যেক তসরবন্ধু ১৫(পনেরো) দিনের কাজের বিবরণপন্জী স্থানীয় কাশীপুর টি.এস.সি (সেরিকালচার আফিস) আফিসে জমা দেবেন।
৫) সন্তোষজনক কাজের শেষে প্রত্যেক তসরবন্ধু পর্যায়ক্রমিক ( যেহেতু তসর চাষ একটি মরশুমী চাষ, বছরে সাত মাস উৎসাহ ভাতা) মাসে ৫,০০০.০০ ( পাঁচ হাজার) টাকা তাঁর ব্যাঙ্ক একাউন্টে জমা হবে।
৬) এই ধরনের স্বেচ্ছাসেবক (তসরবন্ধু) এক বছরের জন্য অস্থায়ীভাবে নিযুক্ত হবেন।
৭) নির্বাচিত তসরবন্ধু কাজে যোগদানের পূর্বে একটি নিদর্ধারিত বয়ানে একটি হলফনামা জমা দেবেন।
৮)দরখাস্তের ফর্ম কাশিপুর ব্লক অফিসে অথবা পুরুলিয়া জেলার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে৷
আবেদনপত্র জমা দেবার সময়সীমাঃ 23/05/2022 থেকে 03/06/2022(সরকারী ছুটির তিন ব্যতীত) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পৰ্য্যন্ত।
- আবেদনকারী পূরন করা দরখাস্ত ও সমস্ত তথ্যের প্রত্যয়িত কপি মুখবন্ধ খামে কাশিপুর ব্লক আফিসে ড্রপবক্সে 03/06/2022 বিকেল 4 টা পৰ্য্যন্ত জমা দিতে পারবেন।
- অসমপুর্ন দরখাস্ত বা ভূলতথ্য দিলে প্রার্থীপদ বাতিল বলে গন্য হবে।
সাক্ষাৎকারের (ইন্টারভিউ) তারিখঃ 14/06/2022
ইন্টারভিউয়ের স্থানঃ কাশিপুর ব্লক অফিস
ইন্টারভিউয়ের সময়ঃ বেলা 11 টা থেকে
- সাক্ষাৎকারের (ইন্টারভিউ) তারিখ প্রয়োজনে পরিবর্তনযোগ্য হতে পারে।
নিম্নলিখিত শংসাপত্রের প্রত্যয়িত কপি আবেদনকারীকে দরখাস্তের সাথে জমা দিতে হবেঃ
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) মাধ্যমিক পাশ মার্কশীট / শংসাপত্র।
৪) মাধ্যমিকের এডমিট কার্ড ( বয়সের প্রমান পত্র)।
৫) সেরিকালচার প্রশিক্ষনের শংসাপত্র (যদি থাকে)।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমুহঃ
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন পত্র | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
টেলিগ্রাম চ্যানেল |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)