কৃষকদের জন্য সুসংবাদ! এবার থেকে বার্ষিক 12 হাজার টাকা পাবেন -নাম লেখান এই প্রকল্পে-Govt Scheme

 কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগান টা বেশ পুরনো। কিন্তু এর একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য। আসলে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে(agriculture) হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ ৭৫ বছর পেড়িয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ। 

কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর  বিজেপি সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক সম্মান (Krishak Samman Nidhi Prakalpa)  নিধি প্রকল্প ।  এই প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক চাষি ভাইরা প্রতিবছর তিন কিস্তিতে মোট বার্ষিক ছয় হাজার টাকা ভাতা পান ।  পাশাপাশি বেশ কয়েক বছর আগে থেকেই কৃষকদের জন্য চালু রয়েছে গোটা দেশ ব্যপি কিষাণ ক্রেডিট (KISHAN CREDIT CARD) কার্ডের মতো অত্যাধুনিক ব্যবস্থা। 

পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২১ সালের জুন মাস থেকে চালু করেছেন কৃষক বন্ধু (KRISHOK BONDHU) নামক জনমুখি প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রান্তিক চাষি ভাইরা তদের কৃষি কাজের জন্য নগদ ২০০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান । প্রকল্পের টাকায় রাজ্যের কৃষকরা তাদের চাষের কাজের সার ,বীজ, কীটনাশক থেকে শুরু করে যাবতীয় আনুসাঙ্গিক জিনিস পত্র সহজেই কিনতে পারেন। 

ALSO READ :   Madhyamik Exam 2023: মাধ্যমিকে নজরদারির দায়িত্বে থাকার দাবি তুলছেন প্যারা টিচাররা!

 এবার এক ধাপ এগিয়ে মহারাষ্ট্র সরকার কেন্দ্রের মোদি সরকারের আদলে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অনুরুপ সে রাজ্যের কৃষকদের জন্য এক নয়া প্রকল্পের সুচনা করতে চলেছে । এই প্রকল্পের আওতায় প্রতি বছর মহারাষ্ট্র সরকার সে রাজ্যের প্রান্তিক চাষি ভাইদের ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা করবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রকের দায়িত্ব থাকা দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছেন  । সেই রাজ্যে কৃষকদের জন্য এই নয়া যোজনা শুরু হলে ওই প্রায় রাজ্যের ১.৫ কোটির বেশি কৃষক আর্থিক সাহায্য পেতে থাকবেন নিয়মিত । অর্থাৎ নিয়ম মতো এবার থেকে মহারাষ্ট্রের  কৃষকরা  কেন্দ্রের ৬০০০ টাকার সাথে রাজ্যের মহারাষ্ট্র সরকারের আর্থিক সাহায্য  ৬০০০ টাকা যোগ করে  মোট ১২০০০ টাকা পাবেন।

written by – Somnath Pal . 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG- #FARMER #BENEFITS #YOJNA #PRAKALPA #PM KISHAN SOMMAN NIDHI #KRISHAK BANDHU

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top