
ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন-এ গ্রুপ-বি (Group B) SDE পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (Department of Telecommunication)-এ এই নিয়োগটি করা হবে। প্রথমে জানিয়ে দিই এটি অল ইন্ডিয়া বেসিসের নিয়োগ বিজ্ঞপ্তি তাই আমাদের রাজ্য থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন করার জন্য বিশেষ যোগ্যতা থাকতে হবে। তাই আবেদন করার আগে অবশ্যই কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকতে হবে l, কিভাবে আবেদন করতে হবে এবং মাসিক বেতন কত করে পাওয়া যাবে ইত্যাদি নিয়োগের বিষয়গুলি ভালোভাবে জেনে নিন।
Telecommunication Department Group B SDE Recruitment
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 2-6/2019-DGT/1
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 10/01/2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গ্রুপ-বি SDE পদে চাকরির নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে:
সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (Sub Divisional Engineer)
মাসিক বেতন:
Pay Level-8 অনুযায়ী প্রতি মাসে 47,600 টাকা।
শূন্যপদ:
মোট 270 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ভারত সরকারের যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে Computer Science/ Information Technology/ Electrical/ Electronics/ Electrical Communication- এই বিষয়গুলোর মধ্যে যেকোনো একটিতে ডিগ্রি থাকতে হবে।
নিয়োগের স্থান:
কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।
অফলাইনে আবেদন পদ্ধতি:
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তির 10 নম্বর পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে জমা দিতে হবে।
(2) আবেদনকারীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(3) এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে।
(4) পূরণ করা ওই ফর্মের সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টসের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটি নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
ADG-1 (A&HR) DGT HQ, Room No 212, 2nd floor, UIDAI Building Behind Kali Mandir, New Delhi-110001.
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু: 10/01/2023 (10 জানুয়ারি 2023)
আবেদন শেষ: 22/02/2023 (22 ফেব্রুয়ারি 2023)
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here