কথায় বলে টাকা যার, দুনিয়া তার । তবে মুঠো ভরতি টাকা রোজগারের জন্য দরকার ভালো চাকরি অথবা ব্যবসার । কিন্তু তা আর হচ্ছে কোথায় ? সরকারি হোক বা বেসরকারি, সাম্প্রতিক সময়ে চাকরির বাজারের করুন ছবিটা বেশ স্পষ্ট । তার ওপর চাকরি মানেই পরের গোলামী আর ধরা বাঁধা মাস মাইনা । আর ব্যবসা ছোট হোক বা বড় মানের , আর্থিক মন্দার জেরে গোটা পৃথিবীর পাশাপাশি দেশের অর্থনৈতিক হাল ও বেশ করুন । ফলত চাকরির বদলে কেউ যদি ছোটখাটো ব্যবসা করে করে নিজের জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে চাই তাহলে সে গুড়েও আপাতত বালি পড়ার জোগাড় । আবার ব্যবসা করার পরিকল্পনা করলেও তো হবে না , সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে অল্প টাকায় যেখানে সংসার চালানোই দায় সেখানে টাকা খাটিয়ে অর্থাৎ মূলধন বিনিয়োগ করে যে কোনও ব্যবসা শুরু করা যেন এক অলীক স্বপ্ন ছাড়া কিছু নয় । তার ওপর হাতে গোনা কয়েকটা ছাড়া অল্প টাকার ব্যবসা এখন সে অর্থে নেই বললেই চলে । এই অবস্থায় বেকার জীবনে কাজ না পাওয়ার জ্বালাটা যে কি তা বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশের কয়েক কোটি বেকার যুবক – যুবতী ।
কিন্তু তাই বলে কি পেট শুনবে । জীবন বাঁচাতে বিশেষ করে দৈনন্দিন জীবনে টাকার তো দরকারই । স্বভাবতই নিজের স্বত্তা আর সম্মান অক্ষুন্য রেখে যেনতেন প্রকারেণ টাকা রোজগার করতেই হবে । তাই আজ আমরা সেই সকল বেকার যুবক -যুবতীদের উদ্দেশ্যে সঠিক উপায়ে টাকা রজগারের এমন কিছু কাজের ধারণা দিতে চলেছি যা থেকে থেকে বেকার ভাই – বোনেরা নিজের বাড়িতে বসেই ভালো টাকা উপার্জন করতে পারবেন সহজেই ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , করোনা পিরিয়ড চলাকালীন গোটা বিশ্বের বেশির ভাগ মানুষ যেমন আর্থিক মন্দার জেরে কর্মহীন হয়ে পড়েছিলেন তেমনি ওই সময় ক্রমাগত লক ডাউনের জেরে ঘর বন্দি হয়েছিলেন অগনিত অসংখ্য মানুষ । ফলে কাজ হারিয়ে নিজের বাড়িতে বসে ইন্টারনেট কে হাতিয়ার করে বিকল্প কর্ম সংস্থান এবং উপার্জনের পথ খুঁজে নিয়েছিলেন অসংখ্য কর্মহীন মানুষ । মূলত সেই সেই সময় থেকেই বাড়িতে বসে কাজের রেওয়াজটা রপ্ত করেছেন গোটা পৃথিবীর কয়েক কোটি বেকার । বর্তমানে কালের নিয়মে তা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তাদের । ফলে ইন্টারনেটের যুগে আজ বেশির ভাগ মানুষই কাজের বিষয়ে অনেকটাই চিন্তা মুক্তো বলা চলে ।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ মতো আমরা সেই সকল যুবক যুবতীদের জন্য নিজের বাড়িতে বসে কাজের এবং সহজেই মোটা টাকা উপার্জনের পথ সম্পর্কে আলোচনা করতে চলেছি । আকর্ষণীয় কাজের এই টিপস গুলি জানতে নিচের প্রতিবেদন টি পড়ে নিন মনোযোগ সহকারে ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে বসে এই কাজ গুলি করলে সহজেই ইনকামের রাস্তা পাওয়া যেতে পারে ।
১) খোঁজাখুঁজি -র (ONLINE SEARCH) –
অনেকেই সখের বশে বা নিজের প্রয়োজনে বাড়িতে বসে নিজের প্রিয় হ্যান্ড সেটে চোখ রাখেন সর্বক্ষন । কিন্তু অনেক ইউজারদেরই হয়তো জানা নেই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যদি কারও কোনও কিছু খুঁজে বের করার দক্ষতা থাকে , তাহলে তা থেকে বেশ মোটা টাকা ইনকাম কড়া যায় সহজেই । এ ক্ষেত্রে Microsoft Rewards বা Swagbucks থেকে ইনকাম করা যাবে । বিষয়টির পরিসংখ্যান হিসাবে বলা যায় এখনও পর্যন্ত এই কাজে যারা নিযুক্ত আছেন সেই সকল ইউজারদের পিছনে ব্যয় হয়েছে 877 বিলিয়ন ডলার ।
২) কোর্ট রুম ট্রায়াল (COURT ROOM TRIAL) –
এক্ষেত্রে কোর্টে গিয়ে ওকালতির কিংবা আইনের বড় মাপের ডিগ্রীর প্রয়োজন নেই , আইনের বিষয়ে পারদর্শী হলে নিজের বাড়িতে বসেই আইনি শলা পরামর্শ দিয়ে মোটা টাকা রোজগার কড়া যেতে পারে । বিষয়টা স্পষ্ট ভাবে বললে, eJury, Online Verdict-এর মতো অনলাইনে অনেক সাইট আছে যেখানে প্রতিষ্ঠিত উকিলেরা তাঁদের মামলার বিষয়ে জনতার রায় চান। কোর্টে কেস যাওয়ার আগে এই রায় তাঁদের লড়াইয়ের জ্ঞানের ভাণ্ডার তৈরি করে। এমনকি আইনি ভাবে জ্ঞানার্জন করে সেই সকল আইনজীবীরা করতে গিয়ে আইনি লড়াইয়ের তাদের প্রতিপক্ষ আইন জীবীর সঙ্গে বাকযুদ্ধের অস্ত্র খুঁজে পান। তাহলে আর দেরি না করে এখন থেকেই নিজেকে তৈরি করুন ।
৩) বিটা টেস্টার (BITA TESTER) –
অনলাইনে খেলতে খেলতে যদি হাতে টাকা আসে তাহলে আর চিন্তা কি । ভিডিও গেমের বিটা টেস্টিংয়ের জন্য বেশ মোটা অঙ্কের পয়সা পাওয়া যায়। এর জন্য অবশ্য Keywords Studios-এর Global Beta Test Network সাইটে গিয়ে খোঁজ নিলে সহজেই বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে ।
৪) অনলাইন সার্ভে (ONLINE SURVEY) –
সার্ভে অর্থাৎ যার বাংলা অর্থ সমীক্ষা । বর্তমানে গোটা পৃথিবীর অন্যতম বিষয় সার্ভে অর্থাৎ সমীক্ষা । বর্তমানে নানা কোম্পানি তাদের পণ্যের গুণমান এবং বাজার যাচাইয়ের জন্য নানা সার্ভে এজেন্সিকে কাজে লাগিয়ে থাকে । এই কাজে নিযুক্তদের নিয়মিত টাকা দেয় এজেন্সি গুলি । বাজার ঘুতলে এরকম হাজারো এজেন্সির খোঁজ মিলবে । উদাহরণ হিসাবে SurveySavvy , InboxDollars-এর মতো জনপ্রিয় এজেন্সিও রয়েছে বর্তমান বাজারে ।
আমরাই দেবো সঠিক কাজের খবর , এই ধরণের আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com-এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #SELF EMPLOYMENT TIPS #NEW IDEA #BUSINESS #MAKING MONEY #ONLINE