দীর্ঘ অবসান, প্রকাশ হচ্ছে প্রাইমারি টেট ফলাফল ,প্রকাশিত হল চূড়ান্ত উত্তর পত্র -WB Primary Tet Result

কলকাতা – যুদ্ধং দেহি ! আর হবে নাই বা কেন ? পরীক্ষা নিয়ে তো  টালবাহানা কম হয়নি । তবে শুধু চাকরি প্রার্থীদের কাছেই নয় , এ পরীক্ষা বর্তমান রাজ্য সরকাররেও । সেই কবে কার কথা । ২০১৭ সালে শেষবারের মতো হয়েছিল টেট পরীক্ষা । তা নিয়ে লাগামহীন দুর্নীতির জেরে রাজ্য সরকারের একেবারে নাকে খড় দেওয়ার জোগাড় । কিন্তু রাজ্য সরকারও হাল ছারতে নারাজ । ফের যেন দুর্নীতির কালির ছিটা না লাগে । তাই সদা সতর্ক রাজ্য শিক্ষা দফতর । শেষ পর্যন্ত গত ১১ ই ডিসেম্বর কড়া নিরাপত্তার বলয়ের ঘেরা টোপে ২০২২ টেট পরীক্ষা নেয় পশিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ । যে কোনও পরিস্থিতে দুর্নীতি এড়াতে  রাজ্য শিক্ষা দফতর আর পর্ষদের এই কঠোর মনোভাবে আদালত যেমন সন্তোষ প্রকাশ করে তেমনি  চাকরি প্রার্থী বিশেষ করে পরীক্ষার্থীরাও মানসিক শান্তি পাই একপ্রকার । তবে শেষ পর্যন্ত কি হয়, তা নিয়ে চাকরি টেট পরীক্ষায় বসা ৭ লক্ষ পরীক্ষার্থীর সংশয়ের শেষ নেই ।  

এবার ফলাফল নিয়ে সংশয়ের পাশাপাশি পরীক্ষার্থীদের দীর্ঘ অবসান দূর করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শুক্রবার টেট -২০২২ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চলেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ । তবে ফলাফল প্রকাশের বিষয়ে পর্ষদের তরফে কিছু জানালো না হলেও রাজ্যের একাধিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ফলাফল প্রকাশের খবর। তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য । আর হওয়ায় স্বাভাবিক । কারণ শিক্ষক নিয়োগ কাণ্ডে রাজ্যের সাম্প্রতিক ইতিহাসটা রাজ্য বাসীর কারও অজানা নয় । 

ALSO READ :   সরকারি প্রকল্পে Data Entry Operation পদে জেলা ভিত্তিক নিয়োগ -WB Govt Job

তবে এতো কিছুর পরেও দুর্নীতির ইতিহাস ভুলে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রাইমারী টেটের রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়  রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে । এ বিষয়ে একধাপ এগিয়ে চলতি জানুয়ারি মাসের ১০ তারিখ মডেল অ্যানসার কী (Model Answer Key ) প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে । নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে টেট পরীক্ষার্থীরা  ইতিমধ্যেই (Model Answer Key ) তে ঢুকে প্রশ্নের নির্ভুলতা যাচাই করছেন । এ বিষয়ে সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে পর্ষদ সাফ জানিয়ে দেয় , যদি কোনও প্রশ্নে ভুল ত্রুটি থাকে তাহলে তার যথার্থতা প্রমাণ করতে পারলেই ওই প্রশ্নের সম নম্বর ওই পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে পরীক্ষার্থী যদি ওই প্রশ্নটি যদি  অ্যাটেন্ড করেন তাহলেই তিনি ওই প্রশ্নের প্রদত্ত নম্বর পাবেন।

আসলে নিয়োগ নিয়ে সরকারের গায়ে নতুন করে দুর্নীতির কালি লাগতে যাতে কোনও ভাবেই না লাগে সে বিষয়ে সদা সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ । তবে ইতিমধ্যেই পর্ষদ কর্তৃক প্রকাশিত  (Model Answer Key ) মারফৎ উত্তর পত্র খুঁটিয়ে দেখার পর কয়েক জন পরীক্ষার্থী কয়েকটি প্রশ্নের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন । এক্ষেত্রে যে উত্তরে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেতিকেই সঠিক হিসাবে নির্বাচিত করেছে  পর্ষদ। ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে চূড়ান্ত উত্তর পত্র প্রকাশ করা হয়েছে । আগামীকাল সেই চূড়ান্ত উত্তর  পত্রের স্বপক্ষেই  চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ । 

ALSO READ :   আমুলের সাথে কয়েক ঘন্টা কাজ করুন, কোম্পানি দেবে ৫-১০ লক্ষ টাকা | Apply for Amul Franchise

তবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকারও তার পরিচ্ছন্ন ভাব মূর্তি প্রকাশে বদ্ধ পরিকর । শুধুকি দুর্নীতি এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে অল্প সময়ে নিয়োগের রেস । আসলে ডামাডোলের বাজারে ১১ হাজার শূন্যপদে স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগই যে রাজ্য সরকারের দুর্নীতির কাঁটা ঘায়ে কিছুটা হলেও মলমের কাজ করবে তা বলাই বাহুল্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ দিতে হবে । এই সিদ্ধান্তেই অবিচল রাজ্য শিক্ষা দফতর আর পর্ষদ ।   যেমন ভাবনা তেমন কাজ । সেই মতো পরীক্ষা শেষের মাত্র দশ দিনের মধ্যেই টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেয় রাজ্য শিক্ষা সংসদ । 

এমনকি পরিক্ষাথিদের অভয় দিয়ে ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে  পর্ষদের বর্তমান দায়িত্ব প্রাপ্ত সভাপতি গৌতম পাল ইতিমধ্যেই  অতি দ্রুত টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন । এ বিষয়ে শিক্ষা আধিকারিক থেকে শুরু করে শিক্ষা মন্ত্রী বার কয়েক আলোচনা -পর্যালোচনাও করেছেন কয়েক প্রস্থ । কিন্তু এ যে শুধু কথার কথা নয় তার প্রমান মেলে একেবারে হাতে নাতে । পরীক্ষা শেষের কয়েক দিনের মধ্যেই নিজেদের পরীক্ষার রেজাল্ট চোখের সামনে  (Model Answer Key ) -য়ের মাধ্যমে ভেসে উঠে সাত লক্ষ পরীক্ষার্থীর চোখে । 

ALSO READ :   ISRO -তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২১,৭০০/- টাকা

 

Primary Tet: বাতিলের পথে 43 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি, এবার কী হবে? রইল বিস্তারিত 

পাশাপাশি চূড়ান্ত ফলাফল নিয়ে পর্ষদ সুত্রে জানানো হয় , অনলাইনে টেট-র রেজাল্ট আপডেটের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় । সকল পরীক্ষার্থীর রেজাল্ট সঠিক ভাবে আপডেট হলেই পরীক্ষার্থীরা একটি লিংকে ক্লিক করলেই সরাসরি পরীক্ষার্থীরা তাদের কৃতকর্মের ফলাফল দেখতে পাবে এক নিমেষে । এ জন্য তাদের কোনও অ্যাপস ডাউন লোড করতে হবেনা । পরীক্ষা দেওয়ার ফর্ম বা আবেদন পত্র পূরণের সময় পর্ষদ মারফৎ যে লিংক দেওয়া হয়েছিল তাতে ক্লিক করে রোল নম্বর বসালেই একেবারে ডিটেলস – চাকরি প্রার্থীরা তাদের রেজাল্ট দেখতে পাবেন স্ব-চক্ষে । তবে এ যে শুধু শিক্ষা কর্তাদের কথার কথা নয় তার প্রমাণ মিলল পুরো দস্তুর । সব কিছু ঠিক থাক থাকলে আগামী কালই নিজেদের কৃত কর্মের ফলাফল নিজেরাই দেখে নিতে পারবেন ২০২২ টেত পরীক্ষায় ৭ লক্ষ পরীক্ষার্থী । তবে শেষ পর্যন্ত দুর্নীতির পাঁকে ফের পড়তে হয় কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন । 

written by – Somnath pal . 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #TET #RESULT #EDUCATION #TEACHER #RECRUITMENT

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top