কলকাতা – কখনও রৌদ্র ঝল মলে আকাশ। তার হাত ধরে গ্রীষ্মের কাঠ ফাটা রোদে তীব্র দাবাদাহ । আবার নিম্নচাপ – ঘূর্ণাবর্ত এসব কে সঙ্গি করেই ভিজতে পারে ধরাধাম । গ্রীষ্ম- বর্ষা – কিংবা শীত প্রকৃতির খাম খেয়ালি পনা চলছেই । আসলে এটাই নিয়ম । তবে আবহাওয়া দফতরের দৌলতে ঝড় বৃষ্টি – বজ্রপাত থেকে শুরু করে শিলাবৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়ের আগাম একটা পূর্বাভাস মেলে বিলক্ষণ । ঠিক যেমনটা সাম্প্রতিক সময়ে হাওয়া অফিসের ওয়েদার আপডেট । চলতি বছরে মাঘ মাসে দেখা মেলেনি বৃষ্টির লেশ মাত্র । এমনকি ফাল্গুন মাসের শেষ সপ্তাহেও দেখা মেলেনি প্রকৃতির বারিধারার । তবে বিগত কয়েকদিন অর্থাৎ গত সপ্তাহের বুধবার থেকে চলতি চৈত্র মাসের শুরুতে গোটা রাজ্য জুড়েই দাপট দেখাচ্ছে কালবৈশাখী ।
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সুত্রে পাওয়া তথ্য অনুসারে, গত সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার থেকেই গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এ প্রান্ত থেকে ও প্রান্ত বৃষ্টির জলে ভিজে চলেছে গোটা বাংলা । উপলক্ষ্য সেই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত । কারণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের রাজ্যের আকাশে বেশ কয়েকদিন আগেই তৈরি হয়েছিল নিম্নচাপ অক্ষ রেখা । একেবারে নিয়ম মতো নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস জুটিয়ে ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্তের রুপ নেয় । । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীতের বিদায় বিলায় প্রতি বছর পশ্চিমী ঝঞ্ঝা হয়ই । এবারও তাই । ঝাড়খণ্ডের নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্ত কিংবা কিংবা ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে ইতিমধ্যেই । তার জেরেই বিগত কয়েকদিন ধরে এ রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কার পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর ।
আবাহাওয়া দফতরের আগাম সতর্ক বানী অনুযায়ী চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড় – বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হলেও এই দুর্যোগ যে আরও বেশ কয়েকদিন ধরে চলবে তার আগাম পূর্বাভাস দিল কেন্দ্রীয় হাওয়া অফিস । কেন্দ্রীয় আবহাওয়া দফতরের আবহাওয়ার আপডেট অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যের পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্য যেমন উত্তর পূর্বের আসাম – মেঘালয় থেকে শুরু করে দেশের মধ্যবর্তী মধ্যপ্রদেশ সহ সমুদ্র উপকূলবর্তী উড়িষ্যা রাজ্যেও ঝড় বৃষ্টির দাপট দেখতে পাওয়া যাবে বেশ কয়েকদিন । কারণ হিসাবে হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই দুর্যোগ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ।
এ ছাড়াও আগামী কয়েকদিন যাবত উত্তর বঙ্গ জুড়ে রয়েছে দুর্যোগের পূর্বাভাস । তবে হাওয়া অফিসের আগাম রিপোর্ট অনুযায়ী গত বুধবার থেকেই উত্তর বঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলছে সমান তালে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে রাজ্যের সর্বত্র সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের আকাশ স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সুত্রে । মোটের ওপর চলতি সপ্তাহের প্রায় শেষ পর্যন্ত গোটা রাজ্যের উত্তর ও দক্ষিণের জেলা গুলিতে কাল বৈশাখী ও জোড়া ঘূর্ণাবর্তের দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । অর্থাৎ এখনই যে ঝড় বৃষ্টির হাত থেকে বঙ্গ বাসীর রেহাই মিলছে তা আবহাওয়া দফতরের আগাম সুচিতেই বেশ পরিষ্কার । তাই যে সকল পর্যটকরা উত্তরবঙ্গ বিশেষ করে পর্বত এলাকায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের এই মুহূর্তে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা । কারণ প্রচুর বৃষ্টি পাতের ফলে পাহারে ধ্বস নামতে পারে যখন তখন । তাই আবহাওয়া দফতরের কথা শুনে কয়েকদিন পরে বের হওয়াই ভালো । এমনকি জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতেও ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
written by – Somnath Pal .
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG- #WEATHER #UPDATE #RAIN #STORM #WB