দেশজুড়ে জাতীয় মিউজিয়ামগুলিতে নিয়োগ, গ্রেড-III বিভিন্ন পদে চাকরির আবেদন চলছে | NCSM Grade-III Recruitment 2023

NCSM Grade-III Recruitment 2023

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM) এর তরফে বিভিন্ন পদে Grade-III অর্থাৎ গ্রুপ-সি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকগুলি পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। কর্মীদের মূলত কলকাতা -পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর – ওড়িশা, গুয়াহাটি – আসাম, লখনউ – উত্তরপ্রদেশ এ পোস্টিং পড়বে। পশ্চিমবঙ্গেও চাকরির সুযোগ থাকায় অনেক বেকার চাকরিপ্রার্থীর কাছে চাকরির পাওয়ার বেশ ভালো সুযোগ হতে পারে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভালো করে জেনে তারপর আবেদন করবেন। 

যে সমস্ত পদে নিয়োগ হবে

(1) অফিস অ্যাসিস্ট্যান্ট- গ্রেড-III (Office Assistant Gr. III) 

(2) আরটিস্ট-A (Artist-A) 

(3) টেকনিশিয়ান-A (Technical Assistant A) 

(4) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট-A (Exhibition Assistant A)

(5) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট-A (Education Assistant A) 

(6) টেকনিশিয়ান-A (Technician A)

পদ অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা

(1) Office Assistant Gr. III এ 4 টি

(2) Artist-A এ 1 টি

(3) Technician A এ 15 টি

(4) Technical Assistant A এ 2 টি

(5) Exhibition Assistant A এ 1 টি

(6) Education Assistant A এ 1 টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা

(1) Office Assistant Gr.III এর জন্য উচ্চ মাধ্যমিক বা পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে ইংরেজিতে 10 মিনিটে 35 w.p.m. বা হিন্দিতে 30 w.p.m. টাইপিং স্পিড থাকতে হবে।

ALSO READ :   Asha Karmi: রাজ্যের তিনটে জেলায় আশা কর্মীর পদ বাড়ল, কোন জেলায় কয়টি দেখুন

(2) Artist- ‘A’ এর জন্য ফাইন/কমার্শিয়াল আর্টে কমপক্ষে দুই বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(3) Technician –A এর জন্য, মাধ্যমিকসহ Carpentry/ Fitter/ Draughtsman/ Electronics/Electrical যে কোনো একটি বিষয়ে ITI ডিপ্লোমা থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(4) Technical Assistant-A এর জন্য, তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে Electronics বা Computer Science/Information Technology/Computer Application এ।

(5) Exhibition Assistant-A এর জন্য, Visual Arts/Fine Arts/Commercial Arts এ স্নাতক হতে হবে।

(6) Education Assistant-A এর জন্য, সায়েন্সে স্নাতক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

Office Assistant Gr. III পদের জন্য সর্বোচ্চ বয়েস রাখা হয়েছে 25 বছর। অন্যান্য পদগুলিতে সর্বোচ্চ 35 বছর অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম

  • Office Assistant Gr. III, Technician A এবং Artist-A পদে জয়েন করলে মিলবে Rs.19,900-63,200 টাকা।
  • Technical Assistant-A, Education Assistant A এবং Exhibition Assistant A পদে দেওয়া হবে 29,200-92,300 টাকা।

আবেদনের সময়সীমা

27/03/2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে।

ALSO READ :   Post Office GDS Recruitment :দেশ জুড়ে পোস্ট অফিসে 40 হাজার গ্রামীন ডাক সেবক নিয়োগ নিয়ে বিরাট আপডেট, রইল বিস্তারিত

অনলাইন আবেদন মূল্য

885 টাকা আবেদন ফি হিসেবে ধরা হয়েছে এখানে। তবে SC/ST/PWD/ESM এবং মহিলাদের জন্য কোনো আবেদন মূল্য রাখা হয়নি এখানে।

আবেদন প্রক্রিয়া

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে https://ncsm.gov.in/notice/career লিঙ্কটি ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে নিজের যাবতীয় তথ্য দিয়ে। সাথে জুড়তে হবে শিক্ষাগত যোগ্যতার নথি এবং নিজের স্বাক্ষর ও একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এর পরে আবেদন মূল্য নেট ব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ডের সাহায্যে মিটিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনকারীদের আবেদন করার সুবিধার জন্য অনলাইনে আবেদন করার ডাইরেক্ট লিংক আমরা নিচে দিয়ে রেখেছি। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন শুরু হয়ে যাবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেলে: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিংক: Apply Now

ALSO READ :   দোষী প্রমাণিত হলে টাকাও যাবে জেলও হবে, গ্রুপ-ডি কর্মীদের প্রতি বিচারপতির হুশিয়ারি

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরির আপডেট 👇👇

💡 কেন্দ্রের জল শক্তি দফতরে চাকরির বিজ্ঞপ্তি

💡 পশ্চিমবঙ্গ বস্ত্র দপ্তরে চাকরি- Apply Now

💡 ইনকাম ট্যাক্স দফতরে গ্রুপ-C সরকারি কর্মী নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top