দিনের পর দিন অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গোটা দেশের বেকারত্বের সংখ্যাটা ক্রমশ ঊর্ধ্বগামী । এই অবস্থায় সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি চাকরি একটা হলেই হল । অবশ্য তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । তবে সরাসরি ব্যাংকে নিয়োগের সুযোগ কেই বা হাতছাড়া করতে চাই । চাকরি প্রার্থীদের জন্য এবার সরাসরি ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ । এবার গোটা দেশ জুড়ে কয়েক হাজার অ্যাপ্রেন্টিশ (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা (FINANCE MINISTRY) সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া । তবে এই নিয়োগ প্রক্রিয়াটির তত্বাবধানে রয়েছে ভারত সরকারের মানব সম্পদ উন্ন্যন মন্ত্রক । সম্প্রতি এই মর্মে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (CENTRAL BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের অ্যা প্রেন্টিশ বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে গোটা দেশের সংশ্লিষ্ট ব্যাঙ্কের একাধিক শাখায় ।
এই মুহূর্তে দেশের ৩৪ টি রাজ্যে এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলেই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখা রয়েছে । এক্ষেত্রে গোটা দেশের মোট ৪৫০০ টি শাখায় বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মী সংখ্যা ৩১ হাজারের ওপর । গ্রাহক দ্রুত এবং তরান্বিত পরিষেবা পৌঁছে দিতে গোটা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া বলে জানানো হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া মারফৎ। এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন । এবার তাহলে জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে—
সংশ্লিষ্ট অ্যাপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে ( https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
এবার আসি শূন্যপদ সম্পর্কে—
পদের নাম- অ্যাপ্রেন্টিশ বা শিক্ষানবিশ ‘ (Apprentice)
শূন্য পদের সংখ্যা – গোটা দেশের প্রায় অধিকাংশ রাজ্য মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসন অর্থাৎ তপশিলি জাতি- উপজাতি এবং ওবিসি এবং অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
স্টাইপেন্ড (Stipend) বা মাসিক ভাতা –
এক্ষেত্রে নিযুক্ত অ্যাপ্রেন্টিশ (Apprentice) বা শিক্ষানবিশ কে প্রশিক্ষন বা ট্রেনিং (Training) চলাকালীন সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফৎ প্রতিমাসে আকর্ষণীয় ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে যেমন ,
১) গ্রামীণ বা রুরাল ব্রাঞ্চের (Rural Branch) ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশ দের প্রতিমাসে ১০,০০০ টাকা সঙ্গে ট্র্যাভেলিং অ্যালাউন্স বাবদ আরও ২২৫ টাকা দেওয়া হবে ।
২) শহর কেন্দ্রিক বা আরবান (Urban) এলাকার ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশ বা অ্যা প্রেন্টিশ দের প্রতিমাসে ১২, ০০০ টাকা এবং ট্র্যাভেলিং অ্যালাউন্স বাবদ আরও ৩০০ টাকা দেওয়া হবে ।
৩) মেট্রো (Metro Area) শহরের ক্ষেত্রে নিযুক্ত দের প্রতিমাসে ১৫,০০০ টাকা এবং ট্র্যাভেলিং অ্যালাউন্স বাবদ আরও ৩৫০ টাকা দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
সংশ্লিষ্ট অ্যা প্রেন্টিশ বা শিক্ষানবিশ পদে আবেদনের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্তস গুলি অবশ্যি সঙ্গে রাখতে হবে ।যেমন ,
১. ভোটার ও আঁধার কার্ড
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান,
৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।
আবেদন ফী –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮০০ টাকা , সংরক্ষিত অর্থাৎ তপশিলি জাতি – উপজাতি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে ।
নিয়োগ পদ্ধতি –
উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে অনলাইন পরীক্ষার জন্য । তারপর যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন এবং সফল প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে অ্যাপ্রেন্টিশ অর্থাৎ শিক্ষানবিশ পদে প্রশিক্ষণের নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে নিযুক্ত শিক্ষানবিশ কে দেশের যে কোনও প্রান্তে সেন্ট্রাল ব্যাঙ্কের একাধিক শাখায় নিযুক্ত করা হতে পারে । এক্ষেত্রে প্রশিক্ষণের মেয়াদ এক বছর ।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.centralbankofindia.co.in) অথবা (www.apprenticeshipindia.gov.in)
সংশ্লিষ্ট অ্যা প্রেন্টিশ পদে আবেদন জানানোর শেষ তারিখ আগামী এপ্রিল মাসের ৩ তারিখ অর্থাৎ 03/04/2023
আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন Bongodhara.com – এ
Official Notice : Download
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #BANK JOB #CENTRAL BANK OF INDIA #APPRENTICESHIP