সংখ্যা টা নেহাত কম নয় । ১ লক্ষ ৩৫ হাজার । আসলে করোনা কালে বন্ধ ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া । তবে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের পরীক্ষা দিতে হয়েছে পুরোদস্তুর । কিন্তু করোনার গত দু’বছরে এই শূন্য পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের হাঁটে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া সম্ভব হয়নি । কিন্তু চলতি বছর এপ্রিল মাসের মধ্যেই মোট শূন্য পদের ৪৩ শতাংশ নিয়োগের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে । এ বিষয়ে বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি দৈনিক সংবাদপত্র কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাড়া দেশে ভারতীয় রেলে মোট পদের সংখ্যা ১৪ লক্ষ ৯৩ হাজার । বর্তমানে ভারতীয় রেলে মোট শূন্য পদের সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার । মোট শূন্য পদের ৪৩ শতাংশ অর্থাৎ ১ লক্ষ ৩৫ হাজার জন সরাসরি নিয়োগ পাবেন ভারতীয় রেলে । এ বিষয়ে তিনি আরও বলেন, বিগত দু বছরে করোনা কালে এই সব শূন্যপদ গুলি পূরণের জন্য পরীক্ষা নেওয়া হলেও করোনার জন্য চূড়ান্ত নিয়োগ করা সম্ভব হয়নি । তাই ওই সব শূন্যপদ গুলি দ্রুত পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে । চলতি বছর এপ্রিল মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে জানান তিনি ।
Railway Recruitment 2023
ফলে এবছর ভারতীয় রেলের হাত ধরে ১ লক্ষ ৩৫ হাজার বেকার যুবক – যুবতীর যে একপ্রকার হিল্লে হতে চলেছে তা বলাই বাহুল্য । সব কিছু ঠিক থাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া । বর্তমানে যে গুরুত্বপূর্ণ পদ গুলিতে শূন্যপদ পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে সেগুলি হল , লেভেলে পয়েন্টসম্যান, সিগন্যাল ও টেলিকম সহকারী, ট্র্যাকসপার্সন ইত্যাদি । এবিষয়ে রেল দফতর জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ ও সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় রেলে এই পদ গুলি খুবই গুরুত্বপূর্ণ ।
তবে এই সব পদ গুলি ছাড়াও আরও একাধিক পদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আগামী এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন করবে ভারতীয় রেল । তবে চলতি বছর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ পরীক্ষা পর্ব গত বছরই সাঙ্গ করেছে ভারতীয় রেল দফতর । এই ১ লক্ষ ৩৫ হাজার শূন্য পদের জন্য ১ কোটি ১ লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছিলেন । গত বছর অর্থাৎ ২০২২ -এর ১৭ অগস্ট থেকে ১১ অক্টোবর পর্যন্ত দফায় দফায় পরীক্ষাও নেওয়া হয় রেলের পক্ষ থেকে । এক্ষেত্রে মোট ৩৩ দিনের ব্যবধানে ৯৯ দফায় পরীক্ষা নিয়েছিল রেল দফতর । অবশেষে গত বছরই ২৩শে ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় । এবার যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দিতে উদ্যোগী হল রেল মন্ত্রক ।
এ বিষয়ে রেল মন্ত্রী জানিয়েছেন, করোনা কালে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি । তবে বিগত বছরের শুরুতে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফের ওই শূন্য পদ গুলি পূরণের স্বার্থে উদ্যোগী হয় রেল মন্ত্রক । সেই মতো চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয় । নির্দিষ্ট সময় সূচী মেনে পরীক্ষাও নেওয়া হয় । এ বিষয়ে রেল দফতর জানিয়েছে , চাকরি প্রার্থীদের পরীক্ষা বাবদ রেলের খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা । কারণ করোনার জন্য পরীক্ষার্থী দের সচেতন এবং দুরত্ব বিধি মেইন্টেন এবং অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য অতিরিক্ত খরচ হয় বেশ কয়েকগুন ।
তবে এতো কিছুর পর শেষ পর্যন্ত ১ লক্ষ ৩৫ হাজার শূন্য পদে চূড়ান্ত নিয়োগ করতে উদ্যোগ নেওয়া হল ভারতীয় রেলের পক্ষ থেকে । ফলে বর্তমান সময়ে করুন চাকরির বাজারে এই নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । এখন শঢু সময়ের অপেক্ষা । আগামী এপ্রিল মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সাফ জানিয়েছে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #RAIL #JOB #RECRUITMENT #INDIAN RAIL #VACANCY