নদীয়া জেলায় মাধ্যমিক পাসে রেশমবন্ধু পদে কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Nadia Recruitment 2022: আপনি যদি নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর এলাকার বাসিন্দা হন তাহলে আপনার জন্য সুখবর। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় (RKVY) প্রকল্পে রেশম চাষীদের গুচ্ছভিত্তিক উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে করিমপুর কার্যালয়ে প্রযুক্তি সহায়তা কেন্দ্রের অন্তর্গত করিমপুর ২ নং ব্লক এলাকায় স্থানীয় রেশম চাষীদের কাছ থেকে এক বছরের জন্য সম্পুর্ন অস্থায়ী পদে তিনজন রেশমবন্ধু কর্মী নিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। কোন যোগ্যতায় এই পদে কর্মী নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন ইন্টারভিউ এর তারিখ কবে বেতন কত সমস্ত কিছু তথ্য নিয়ে এই প্রতিবেদনটি।

পদের নাম : রেশমবন্ধু
শূন্যপদ: মোট ৩ টি
বয়সসীমা : ০১/০১/২০২২ এর হিসাবে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস এবং আইএসডিএস/ রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ হতে হবে।
বেতন কাঠামো : প্রতি মাসে ৫০০০/- টাকা।
নির্বাচন পদ্ধতি : আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
ইন্টারভিউ তারিখ : ০২ মার্চ,২০২২
ইন্টারভিউ স্থান: রেশন দপ্তরের কার্যালয় কৃষ্ণনগর, নদীয়া
ইন্টারভিউ সময় : বেলা ১১ টা ৩০ মিনিট।
কিকি শংসাপত্র নিয়ে যেতে হবে: 
  1. আধার কার্ড 
  2. ভোটার কার্ড 
  3. মাধ্যমিক পাস মার্কশিট/ শংসাপত্র
  4.  মাধ্যমিক এডমিট কার্ড
  5. জাতিগত শংসাপত্র
  6. রেশম চাষ পরিবার যুক্ত জেলা শংসাপত্র
ALSO READ :   এইট পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, ফর্ম ডাউনলোড করুন
আবেদন পদ্ধতি : আবেদন ফরম শিল্প কার্যালয়, করিমপুর/উপ অধিকর্তা রেশম শিল্প, কৃষ্ণনগর ,নদীয়া কার্যালয় থেকে পাওয়া যাবে। আবেদনকারী পূরণ করার দরখাস্ত ও সমস্ত তথ্যের প্রত্যায়িত কপি মুখ বন্ধ খামে স্পিড পোস্ট /কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচের দেওয়া দপ্তরের কার্যালয়ে ২৩ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

উপ অধিকর্তা, রেশম শিল্প ,রেশম ভবন, বনশ্রী পাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া ,পিন-৭৪১১০১ 

আবেদন শুরু তারিখ : ১৫ ফেব্রুয়ারি,২০২২
আবেদন করার শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি,২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :

অফিশিয়াল নোটিশ : ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top