নারী ও শিশু কল্যান দফতরে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন -WB Govt Job

নারী ও শিশু সুরক্ষা বর্তমান সমাজে একটি স্পর্শকাতর বিষয়। একেবারে গোরা থেকে সে বিষয়ে নজর রয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারের। এ ছাড়াও নারী ও শিশু সুরক্ষার মতো বিষয়টি আইনি ভাবেও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়। বিশেষ করে শিশু,এবং কিশোর- কিশোরীদের আইনি বিষয় গুলি দেখভালের জন্য সম্পূর্ণ আলাদা বিচার ব্যবস্থা যেমন জুভেনাইল (JUVENILE COURT) কোর্ট চালু রয়েছে গোটা দেশে। কিন্তু শুধু কোর্ট বা বিচার ব্যবস্থা থাকলেই তো চলবে না, এর সঙ্গে দরকার প্রচুর সংখ্যায় কর্মী। এবার জুভেনাইল জাস্টিস অর্থাৎ বিচার প্রক্রিয়ার অঙ্গ হিসাবে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংশ্লিষ্ট জেলার জুভেনাইল জাস্টিস বোর্ড এবং রাজ্য সরকারের নারী ও শিশু কল্যান দফতর (WB GOVT WOMAN & CHILD WELFARE ) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন  মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সামাজিক সুরক্ষা প্রকল্পের নিয়ন্ত্রণাধীন। আপাতত আসা যাক সংশ্লিষ্ট জেলার জুভেনাইল জাস্টিস বোর্ড মারফৎ প্রকাশিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখিত শূন্য পদ টি পূরণের স্বার্থে সংশ্লিষ্ট জেলা মারফৎ  বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে।  অতিসত্ত্বর অই শুন্যপদ গুলি পুরনের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন চাকরি প্রার্থীরা । 

ALSO READ :   WBCS 2022: WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত! ডাউনলোড করে নিন রেজাল্ট

প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে—

১) আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে। 

২) এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই উল্লেখ করতে হবে ।  ।

৩) এ ছাড়াও আবেদনকারীকে তার বর্তমান সময়ের  পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন পত্রে সাঁটিয়ে দিতে হবে ।  

৪) সব শেষে প্রার্থীকে তার নিজের নাম সই(Signature) করে । আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। 

 

এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে—

পদের নাম- অ্যাসিসট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর’  (ASSISTANT CU DATA ENTRY OPERATOR )

শূন্য পদ- ১ টি 

বয়স সীমা- 

এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ১৮  থেকে ৩৫ বছরের মধ্যে।  

ALSO READ :   SSC Group D: ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ! বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীদের এখনই ফেরাতে হবে না বেতন!

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।  পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং  দক্ষ হতে হবে এবং উক্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  । 

এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে—

এ ক্ষেত্রে আবেদকারীকে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। তবে একটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই।  এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।  এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের নদীয়া  জেলার জেলা শাসকের অফিসে । 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনের শেষ সময় সীমা- 03-03-2023  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.nadia.gov.in-এ 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – SOCIAL WELFARE SECTION , OFFICE OF THE DISTRICT MAGISTRATE , NADIA , KRISNANAGAR , PIN – 741101 . 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

ALSO READ :   ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রুপ-B এবং গ্রুপ-C স্টাফ নিয়োগ | Ministry of Home Affairs Group B, C Staff Recruitment

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি 

আমরা আছি কর্ম প্রার্থীদের পাশে। আমরাই দেব সঠিক চাকরির খবর । চোখ রাখুন bongodhara. com- এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #GOVT JOB #JOB NEWS #RECRUITMENT #WB JOB

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top