• পদের নাম : আশা কর্মী।
• শূন্যপদ : এই পদের জন্য শূন্যপদ রয়েছে ১৬৮ টি।
• বয়সসীমা : এই চাকরিতে আবেদন করার জন্য জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ এর পরিপ্রেক্ষিতে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতাসম্পন্ন হতে হবে।
• অন্যান্য যোগ্যতা : শুধুমাত্র ঐ সংশ্লিষ্ট এলাকার মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে বিবাহিতা/ বিধবা/আইনগতভাবে বিবাহবিচ্ছিন্নি মহিলা হতে হবে।
আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদন করার পদ্ধতি : আগ্রহী আবেদনকারীরা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া নির্দিষ্ট বয়ানে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট বা ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে জমা দিতে হবে। আবেদনপত্র অফিশিয়াল ওয়েবসাইটে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই লাগবে-
(১) বয়সের প্রমাণপত্র।
(২) রেসিডেন্সিয়াল প্রুফ।
(৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৪) প্রার্থীর ম্যারেজ সার্টিফিকেট কিংবা বিবাহবিচ্ছিন্না প্রার্থীর ক্ষেত্রে ডিভোর্সের সার্টিফিকেট, বিধবা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
(৫) আধার কার্ড/ রেশন কার্ড।
(৬) পাসপোর্ট সাইজের ফটোকপি।
• নিয়োগের স্থান : নিয়োগ করা হবে খড়গপুর মহাকুমার ১০ টি ব্লকে(দাঁতন ১, দাঁতন ২, ডেবরা, কেশিয়ারি, খড়গপুর ১, খড়গপুর ২, মোহনপুর, নারায়ণগড়, পিংলা, সবং) ও মেদিনীপুর সদর মহকুমার ৬ টি ব্লকে (গড়বেতা ১, গড়বেতা ২, গড়বেতা ৩, কেশপুর, মেদিনীপুর সদর, শালবনি)।
• আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ ৪ ঠা এপ্রিল, ২০২২
•
খড়গপুর মহাকুমা অফিসিয়াল নোটিফিকেশন : Link
• মেদিনীপুর সদর মহকুমা অফিসিয়াল নোটিফিকেশন : Link
•
অফিসিয়াল ওয়েবসাইট : Link
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)