
পশ্চিমবঙ্গে শেষ কবে স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে, তা বলতে পারা বেশ কঠিন। শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা টাকার বিনিময়ে অস্বচ্ছ ভাবে শিক্ষকদের চাকরিতে নিয়োগ করেছেন প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন প্রতিবেশী রাজ্য বিহারে এক লক্ষেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করল বিহারের পাবলিক সার্ভিস কমিশন।
১ লাখ ৭০ হাজার নিয়োগ চূড়ান্ত পর্যায়ে
বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে গত জুলাই মাসেই এক লক্ষ সত্তর হাজার শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই মোতাবেক পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ পর্বের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বর্তমানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে এবং কমিশনের তরফে খবর খুব শীঘ্রই ফলাফল ঘোষণা করা হবে। এরই মধ্যে আরও এক লক্ষ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সম্ভবত আগামী অক্টোবরে এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হবে।
নতুন করে ১ লাখ শূন্যপদে নিয়োগের আপডেট
বিপিএসসির উদ্যোগে খুব তাড়াতাড়িই নতুন করে এক লক্ষ শিক্ষক নিয়োগ করা হতে চলেছে। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক পদে এই নিয়োগটি হবে। এর জন্য ইতিমধ্যেই জেলার সরকারি স্কুলগুলোতে শিক্ষকের শূন্য পদের তথ্য চেয়েছে কমিশন।
কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকের জন্য প্রায় 52 হাজার শূন্যপদ থাকবে। বাকি শূন্যপদে নবম- দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা
অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় পরীক্ষাটি নভেম্বর মাসে নেওয়া হতে পারে।
যদিও এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে এক বছরে দুই লক্ষ সত্ত্বর হাজার শিক্ষক নিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে পড়শি রাজ্য বিহার।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল
👉 উচ্চ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 ইস্টার্ন রেলওয়েতে 3115 টি শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি