পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, শতাধিক শূন্যপদ | Purba Bardhaman Asha Karmi Recruitment

Asha Karmi Recruitment in Purba Bardhaman: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বিভিন্ন সাব ডিভিশন অর্থাৎ মহাকুমার অনেকগুলি বিডিও অফিসের অধীনে আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করা হবে। যে সমস্ত মেয়েরা আশা কর্মী চাকরির জন্য অপেক্ষায় ছিল তাদের জন্য এটি একটি ভালো আপডেট। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আশা কর্মীর পদে চাকরি করা যায় 

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পূর্ব বর্ধমান জেলার আশা কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। কোন কোন মহকুমায় এবং কোন কোন ভিডিও অফিসের অধীনে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার ফর্ম কোথায় পাওয়া যাবে ইত্যাদি তথ্য নিচে আমরা পরপর জানিয়ে দিয়েছি। 

Purba Bardhaman Asha Karmi Recruitment

Purba Bardhaman Asha Karmi Recruitment

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 2490 DH&FWS/ASHA

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 01/02/2023

আবেদনের মাধ্যম: অফলাইনে ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন করতে হবে। 

পূর্ব বর্ধমান জেলায় আশা কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম: 

আশা কর্মী (Asha Karmi)

আশা কর্মী মাসিক বেতন: 

প্রতিমাসে 4,500 টাকা আশা কর্মী পদের চাকরির জন্য দেওয়া হয়

ALSO READ :   WBSSC Recruitment: রাজ্যে SSC-তে শিক্ষক নিয়োগ কবে? গত ২২ বছরে কত নিয়োগ হয়েছে, দেখুন সেই তালিকা
আশা কর্মী বয়স সীমা: 
  • আশা কর্মীর চাকরির জন্য আবেদনকারী মহিলার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। 
  • তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে 22 থেকে 40 বছর। 
  • বয়সের হিসাব করা হবে 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী। 
আশা কর্মী শিক্ষাগত যোগ্যতা: 

আশা কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই মাধ্যমিক পাস (Madhyamik Pass) করে থাকতে হবে। তবে উচ্চশিক্ষিত মহিলারাও এতে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশের নম্বরই দেখা হবে। 

আশা কর্মীর চাকরির জন্য অন্যান্য যোগ্যতা:
  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।  
  • বিবাহিতা, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আশা কর্মী শূন্যপদ:

পূর্ব বর্ধমান জেলার মোট চারটি সাব ডিভিশনে মোট 174 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। 

যে সমস্ত সাব ডিভিশনে নিয়োগ করা হবে

(1) সদর নর্থ (Sadar North)

(2) সদর সাউথ (Sadar South)

(3) কালনা (Kalna) এবং 

(4) কাটোয়া (Katwa)। 

ALSO READ :   IPS Success Story: ছিল না কোচিং, নিজের চেষ্টায় পড়ে প্রথমবারেই সাফল্য লাভ! তাক লাগানো কাহিনী IPS সাইনির
সাব ডিভিশন অনুযায়ী শূন্যপদ: 

(1) সদর নর্থ- 70 টি 

(2) সদর সাউথ- 38 টি 

(3) কালনা- 41 টি

(4) কাটোয়া- 23 টি 

আশা কর্মী চাকরির আবেদন প্রক্রিয়া: 

(1) আশা কর্মী পদের এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমেই আবেদনকারীকে আবেদন করার ফর্মটি সংগ্রহ করতে হবে। 

(2) এই ফর্মটি নির্দিষ্ট বিডিও অফিস থেকে সংগ্রহ করা যাবে। আপনি চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা ফর্মটি প্রিন্ট করে নিয়েও আবেদন করতে পারবেন। 

(3) এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। 

(4) প্রিন্ট করার পর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিতে হবে। 

(5) সবশেষে আবেদন করার ফর্ম এবং ডকুমেন্টস এর জেরক্স গুলো একটি খামে ভরে নির্দিষ্ট ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। 

আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে:

(1) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট।

ALSO READ :   মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ! নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার

(2) ভোটার কার্ড অথবা রেশন কার্ড

(3) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

(4) কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC দের ক্ষেত্রে) 

(5) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

(6) বিবাহের/ বিধবার অথবা আইনগতভাবে বিবাহ

বিচ্ছিন্নার সার্টিফিকেট অথবা নথিপত্র। 

(7) 5 টাকার ডাক টিকিট সহ আবেদনকারীর ঠিকানা লেখা খাম। 

আশা কর্মীর আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদন শুরু: 01/02/2023 (01 ফেব্রুয়ারি 2023)

আবেদন শেষ: 15/02/2023 (15 ফেব্রুয়ারি 2023)

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার ফর্ম- Download

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top