প্যান কার্ড থাকলেই পাবেন 1 লক্ষ টাকা, কারা কীভাবে পাবেন? রইল বিস্তারিত -Pan Card Update

নয়াদিল্লি – ফেস বুক- টুইটার – ইউ টিউব  আরও কত কি ? বর্তমান বাজারে সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি । বাচ্চা থেকে বুড়ো বাদ নেই কেউ । তাই বলে এও সম্ভব ? সম্প্রতি এমন এক কাণ্ড ঘটল যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া । কিন্তু কি এমন ঘটনা যা নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া ? অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ইউ টিউব পেজে একটি পোস্ট ঘিরে যত বিপত্তি । অবশ্য শুধু বিপত্তিই নয় ওই পোস্ট -র  সত্যতা যাচাই করতে শেষ পর্যন্ত ময়দানে নেমেছে পি আই বি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো । ইউ টিউব পেজে দেখা গিয়েছে ,  প্যান কার্ড থাকলেই মিলবে নগদ ১ লক্ষ টাকা ।  তবে এই অফারটি শধু মাত্র ঘরের গৃহিণী অর্থাৎ বিবাহিত মহিলাদের জন্য । চাঞ্চল্যকর এই পোস্ট টি ঘিরে যখন তোলপাড় গোটা দেশ ঠিক সেই সময়ই পি আই বি যে (PIB FACT CHECK) তথ্য তুলে ধরেছে তাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারি যে কোনও মানুষের চোখ একেবারে কপালে ওঠার জোগাড় । 

পি আই বি তথ্য অনুসারে, ভারত সরকার প্যান কার্ড- আঁধার কার্ড – ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন আপডেট দেয় । উদাহরণ হিসাবে সাম্প্রতিক সময়ে  যেমনটি আঁধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক । বিভিন্ন সময় সরকারি ভাবে দেওয়া ওই আপডেট কে হাতিয়ার করে সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতেই এই ধরণের প্রতারণা চক্র তৈরি করে । ফলে সোশ্যাল মিডিয়ার ইউ টিউব পেজ-এ দেওয়া বিবাহিত মহিলাদের জন্য প্যান কার্ড থাকলেই ১ লক্ষ টাকা পাওয়ার পোস্ট টি যে একেবারেই একশো শতাংশ ভুয়ো সে বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে পি আই (PIB) বি বা প্রেস ইনফরমেশন ব্যুরো । স্বভাবতই সোশ্যাল মিডিয়ার ইউ টিউব পেজের ওই পোস্ট টি একেবারেই সত্যি নয় । 

ALSO READ :   কোনও ধর্মঘট বরদাস্ত নয় , আরও কড়া রাজ্য সরকার, DA আন্দোলন চলবেই , পাল্টা হুঁশিয়ারি সরকারি কর্মীদের -WB Govt DA Update

ইতিমধ্যেই এই মেগা অফারের খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে দাবানলের মতো। এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষ ইউ টিউব ব্যবহারকারি গ্রাহকের ফোনে পৌঁছে গিয়েছে ওই ভুয়ো পোস্ট টি । তবে মেগা অফারের এই খবরে রীতিমতো চমকে গিয়েছে গোটা দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা । 

পাশাপাশি ধামাকা অফারের খবরের সত্য অন্বেষণে ঝাঁপিয়ে পড়েছে গোটা দেশের একাধিক সংবাদ মাধ্যম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ওই অফারের খবরটি যে সম্পূর্ণ মিথ্যা সে বিষয়েও গোটা দেশের ইউ টিউব ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে পি আই বি । 

কিন্তু এমন অফারের খবর সোশ্যাল মিডিয়ায় ভাসালো কারা ?

এ বিষয়ে পি আই বি – র তরফে জানানো হয়েছে , এটি সাইবার অপরাধীদের প্রতারনার নতুন ছক। যদি কেউ এই ছকে পা দেন তাহলে ওই গ্রাহকের অ্যাকাউন্ট নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাবে। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতেই সাইবার অপরাধীরা প্রতারনার এই নতুন পন্থা অবলম্বন করেছে বলে স্পষ্ট জানিয়েছে পি আই বি কর্তৃপক্ষ । 

পি আই বি (PIB) সুত্রে জানা গিয়েছে , Yojna 4u নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে । ও পোস্টে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবিও ব্যবহার করা হয়েছে । ভিডিয়োটির যে থাম্বনেইল তৈরি করা হয়েছে, তাতে লেখা হয়েছে যদি কোনও বিবাহিত মহিলার প্যান কার্ড থাকে, তাহলে তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ১ লক্ষ টাকা পাবেন । সেখানে আরও লেখা হয়েছে যে, শুধুই বিবাহিত মহিলারা নন, প্যান কার্ডধারী সমস্ত মহিলার অ্যাকাউন্টে নগদ ১ লক্ষ টাকা  দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। বর্তমানে ওই ইউ টিউব পেজ টির ১.৫ মিলিয়ন অর্থাৎ ১৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে । অর্থাৎ  দেখতে না চাইলেও ইতিমধ্যেই ১৫ লক্ষ ইউ টিউব ব্যবহারকারী মানুষের মোবাইলের ইউ টিউব পেজে ভেসে উঠেছে এই ভুয়ো পোস্ট টি । এ বিষয়ে ওই ভুয়ো পোস্ট সম্পর্কে সতর্ক হওয়ার পাশাপাশি পোস্ট টি ফরোয়ার্ড বা শেয়ার করতে নিষেধ করা হয়েছে পি আই বি – পক্ষ থেকে । 

মূলত ধামাকা অফারের এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে  সাধারণ গ্রাহকদের প্রলোভন দেখিয়ে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতাতে এই কারসাজি করেছে সাইবার অপরাধীদের প্রতারণা চক্র। যদি কোনও গ্রাহক প্রতারণা চক্রের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তার অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেন তাহলে আর রক্ষা নেই। মুহূর্তেই ওই গ্রাহকের অ্যাকাউন্ট(ACCOUNT) ফাঁকা হয়ে যাবে নিশ্চিত বলে জানানো হয়েছে পি আই বি (PIB ) মারফৎ। 

ALSO READ :   রাজ্যের জেলাতে গ্রুপ-C একাধিক কর্মী নিয়োগ, রূপশ্রী সেকশনে চাকরি | Rupashree Section Group C Recruitment

এ বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করে PIB কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ ওই ভুয়ো খবরে কান দেবেন না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার শাখার গোয়েন্দা আধিকারিকরা। তাই সময় থাকতে এখনই সাবধান ও সতর্ক হন। না হলে নিমেষেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।  

Written by- Somnath Pal. 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG- #CYBER CRIME #SOCIAL MEDIA #ACCOUNT #PIB #YOU TUBE #FACE BOOK

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top