প্রাইমারী টেট ২০২২ রেজাল্ট প্রকাশিত হল | WB TET Result 2022 Published

WB Primary TET Result 2022: ঘোষিত হল রাজ্যের বহু প্রতীক্ষিত প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট (Primary TET Result 2022)। গত ১১ ডিসেম্বর ২০২২ তারিখে ৫ বছর পর প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, ১০ থেকে ১৫ দিনের মধ্যে তাঁরা টেটের রেজাল্ট বের করবেন।

যদিও সেটা হয়নি। তবে ঠিক দু’মাসের মাথায় ঘোষিত হল টেট পরীক্ষার রেজাল্ট। একদিন আগেই টেট পরীক্ষার চূড়ান্ত অ্যানসার কি প্রকাশিত হয়েছিল। তখনই অনুমান করে গিয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এবার যে কোনদিন টেট পরীক্ষার ফলাফল ঘোষণা করবে।

Primary TET 2022 Result Published

WB TET Result 2022 Published

গত ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। আর আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল ঘোষণা করল পর্ষদ। ফলে প্রায় ৬ লক্ষ ৯০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হল শুক্রবার। ফলাফল ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে টেট পরীক্ষার্থীরা ফলাফল দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কীভাবে জানা যাবে প্রাথমিক টেট পরীক্ষার চূড়ান্ত ফলাফল?

ALSO READ :   ২০১৪ সালের টেটে নিয়োগ কিভাবে? চাকরি পাওয়া শিক্ষকদের সমস্ত তথ্য এবার চেয়ে পাঠালো সিবিআই

2022 টেটের রেজাল্ট দেখার স্টেপ বাই স্টেপ পদ্ধতি (Primary TET 2022 Result Step by Step Process)

প্রাইমারি টেট পরীক্ষার ফল কীভাবে জানতে পারবেন তার বিস্তারিত আমরা এখানে তুলে ধরছি-
1st Step- প্রথমে আপনাকে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbpe.org-তে ঢুকতে হবে।

2nd Step- আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, সেখানে “Click Here Online Application For Teacher Eligibility Test-2022(TET-2022) for classes I to V” লেখার উপর ক্লিক করবেন। 

3rd Step- তারপরে আরো একটি নতুন পেজ খুলবে এখানে “Teacher Eligibility Test, 2022 (TET 2022)” -এই লেখার উপর ক্লিক করতে হবে। 

4th Step- ক্লিক করার পরেই আপনার স্ক্রিনে আরো একটি নতুন পেজ খুলে যাবে। অনেক গুলি অপশনের মধ্যে আপনাকে Print/ Download Result for WB Teacher Eligibility 2022” লেখার উপর ক্লিক করতে হবে। 

5th Step- এইবার টেট ২০২২ এর রেজাল্ট দেখার পেজ ওপেন হয়ে যাবে। এখানে Registration Number এবং Date of Birth ফিল আপ করলেই আপনি আপনার টেটের রেজাল্ট জানতে পারবেন। 

এই বছর টেট পরীক্ষার দিনে প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের প্রতিলিপির পাশাপাশি উত্তরপত্র অর্থাৎ ওএম‌আর শিটের একটি প্রতিলিপিও দিয়ে দেওয়া হয়েছিল। তাই চূড়ান্ত মডেল আনসার কি প্রকাশের পর‌ই মোটামুটি কে কত নাম্বার পেতে পারেন তা পরীক্ষার্থীদের একরকম ধারণা হয়ে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব শেষে প্রত্যেক প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল।

ALSO READ :   রাজ্যের এই জেলায় সব থেকে বেশি চাকরির দুর্নীতি! তালিকা জমা সিবিআই এর কাছে

বি:দ্র: প্রতিদিন নতুন নতুন চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join telegram

🔥 গুরুত্বপূর্ণ লিংক:  👇👇👇👇

🔥 আরো আপডেট 👇👇

প্রাইমারি টেট ২০২২ প্রশ্নপত্র ডাউনলোড

প্রাইমারী টেট 2021 প্রশ্নপত্র ডাউনলোড

প্রাইমারি টেট পরীক্ষার অফিসিয়াল Answer Key ডাউনলোড

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top