ফের নয়া প্রাইমারি টেট পরীক্ষা, কবে? কীভাবে? -সাফ জানালেন পর্ষদ সভাপতি

কলকাতা – ‘এ যেন মেঘ না চাইতেই জল’ , সবে মাত্র প্রকাশিত হয়েছে প্রাইমারী টেট -২০২২ এর ফলাফল । এরই মধ্যে এবছরই অর্থাৎ ২০২৩ -এ ফের টেট পরীক্ষা নেওয়ার কথা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল । কিন্তু নিয়োগের বিষয়ে তার স্পষ্ট বক্তব্য ‘সবই হবে প্রক্রিয়া মেনে’ । তবে পরীক্ষা নেওয়ার কথা জানালেও নিয়োগের বিষয়টি যে তার হাতে নেই সে কথাও এদিন স্পষ্ট করেছেন গৌতম । এ বিষয়ে এদিন পর্ষদ সভাপতি বলেন , এ বছর অর্থাৎ ২০২৩ -এর মাঝামাঝি সময়ে ফের টেট পরীক্ষা নেওয়া হতে পারে । তবে পরীক্ষার সময় সূচী নিয়ে কোনও আগাম তথ্য দেননি তিনি । এ বিষয়ে পর্ষদের দৃষ্টি ভঙ্গিও এদিন ব্যক্ত করেছেন গৌতম । পাশাপাশি নিয়োগের বিষয়ে পর্ষদের এক্তিয়ার সম্পর্কেও চাকরি প্রার্থীদের অবগত করেছেন তিনি । 

তিনি বলেন , রাজ্য শিক্ষা দফতরের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করার ক্ষমতা রয়েছে পর্ষদের হাতে । যাবতীয় নিয়োগ প্রক্রিয়াটি যে রাজ্য সরকারের ওপরই নির্ভর করে তা এদিন খোলসা করেন তিনি । 

আর পর্ষদ সভাপতির এহেন  বক্তব্যের পরেই ফের তোলপাড় গোটা রাজ্য । কারণ ২০২২  প্রাইমারী টেট পরীক্ষায় এই মুহূর্তে পাশ অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন দেড় লক্ষের বেশি কিছু পরীক্ষার্থী । পাশাপাশি বিগত বছর গুলিতে টেট পরীক্ষায় উন্নীত পরীক্ষার্থীর সংখ্যাও কয়েক লক্ষ । তবে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে রাস্তায় বসে ধর্না দিচ্ছেন । এই অবস্থায় এবারের পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা বিগত সাল গুলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে জুড়ে দিলে তার সংখ্যা কয়েক লক্ষে পৌঁছে যাবে । তাহলে শুধুইকি পরীক্ষা । নিয়োগ হবে কবে ? নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের ওপর দায় চাপিয়ে ইতিমধ্যেই হাত ধুয়েছেন পর্ষদ সভাপতি । স্বভাবতই পর্ষদ সভাপতির এই বক্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে চাকরি প্রার্থীরা নিয়োগ পাবে কবে ? 

ALSO READ :   HS Examination 2023: পারিশ্রমিক বাড়লো উচ্চমাধ্যমিকের খাতা দেখার! বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ!

এমনিতে শিক্ষকের অভাবে যখন রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক প্রকার জাহান্নামে যাওয়ার জোগাড় পাশাপাশি দুর্নীতির জেরে যখন রাজ্যের শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে একাধিক শিক্ষা কর্মী জেলের ঘানি টানছে সে সময় প্রাইমারী টেট পরীক্ষা সহ শিক্ষক নিয়োগ নিয়ে গৌতমের এক্তিয়ারের মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে । কারণ যেখানে নিয়োগই হচ্ছে না, সেখানে আবার পরীক্ষা নিলে তো চাকরি প্রার্থীর সংখ্যা আরও বাড়বে।  এ বিষয়ে পর্ষদ সভাপতি  অবশ্য জানিয়েছেন, গোটা বিষয়টাই হবে ‘যথাযথ প্রক্রিয়া মেনে’। তাই টেট পরীক্ষার সম্ভাবনার কথা জানালেনও পরীক্ষার সম্ভাব্য তারিখ বা সময় জানাননি গৌতম।  

পাশাপাশি শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেন, ‘‘টেট পরীক্ষার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের কাছে প্রস্তাব দিতে হয়। কারণ, পরীক্ষা পর্ষদ নেয়। কিন্তু প্রশাসনিক যে পরিকাঠামো, তা দেয় সরকার। আমরা আগে অ্যাড হক কমিটির মতামত নেব। তারা বললে শিক্ষা দফতরের কাছে প্রস্তাব দেব। তারা অনুমতি দিলে, তার পর তারিখ ঘোষণা।’’ তিনি আরও বলেন , ২০২৩ সালের টেট পরীক্ষা হলে, তা হবে বছরের দ্বিতীয়ার্ধে। তবে পুরোটাই প্রক্রিয়া মেনে। 

প্রসঙ্গত , ২০২২ প্রাইমারী টেট পরীক্ষার রেজাল্ট এদিন প্রকাশ করেন পর্ষদ সভাপতি । শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই  কলকাতা হাইকোর্টের নির্দেশে ১১ হাজার শূন্য পদের জন্য গত বছর ডিসেম্বর মাসে পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । ওই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ । অবশেষে পরীক্ষা শেষের মাস দেড়েকের মাথায় শুক্রবার প্রাইমারী টেট ২০২২ -এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ । তবে  এদিন চূড়ান্ত নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতি যা বললেন, তাতে ওই ১১ হাজার শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া যে কবে সম্পন্ন হবে তা নিয়ে ইতিমধ্যেই  রাজ্যের রাজ্যের হাজার চাকরি প্রার্থী যে বেশ ধন্দে পড়বেন তা বলাই বাহুল্য  । 

ALSO READ :   রাজ্যের স্বাস্থ্য দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা

written by – Somnath Pal . 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG -#PRIMARY #TET #GOUTAMPAL #TET2022 #TET EXAMINATION

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top