ডাক বিভাগে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ। ভারতীয় পোস্ট অফিসে ফের প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। গত জানুয়ারি মাসে ভারতীয় পোস্ট অফিসে মোট প্রায় 40 হাজার পদে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কিন্তু এবার সেই নিয়োগ চলতে না চলতেই ফের নয়া নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।
জানা গিয়েছে, ফের ডাক বিভাগে প্রায় 13 হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় পোস্ট অফিস। এই নিয়োগের পিছনে কারন হলো, বর্তমানে ভারতীয় পোস্ট অফিসের গ্রামীণ এলাকায় প্রতি 5 কিমি অন্তত ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে পোস্ট অফিসের তরফে এমন সিদ্ধান্ত নিতে চলেছে।
গোটা দেশজুরে পোস্ট অফিস গুলিকে ফের নতুন সাজে সাজাতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। আরও জানানো হয়, গোটা দেশে পোস্ট অফিসের পরিকাঠামো ঘিরে প্রায় 44 কোটি টাকার বেশি বরাদ্দ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিসের এমন পরিকল্পনাকে বাস্তবায়িত করার সম্মতি দিয়েছে অর্থমন্ত্রক।
জানা গিয়েছে, দেশজুড়ে প্রায় 5700 আরও নতুন পোস্ট অফিস ব্রাঞ্চ তৈরি করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। যার জেরে বেকার যুবক যুবতীদের জন্য চাকরির ক্ষেত্রে বিরাট সুযোগ আসতে চলেছে। প্রায় 13 হাজার নয়া করে শূন্যপদ পূরণ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।
এও জানা গিয়েছে, সারা দেশে প্রায় 5700 এর বেশি নতুন পোস্ট অফিস ব্রাঞ্চ খোলা হলে তার জেরে যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে তাদের বার্ষিক বেতন দিতে হবে 2 লক্ষ 10 হাজার টাকা।
ভারতীয় ডাক বিভাগ সুত্রে এও জানা গিয়েছে, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রায় কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, পোস্ট মাস্টার, পোস্টাল এসিস্ট্যান্ট, মেইল গার্ড প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
পোস্ট অফিসের এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো, দেশের ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা আরও উন্নত ও সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়া। আর উন্নত আধুনিক পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে নিয়োগ করতে হবে কর্মীও।
ইতিমধ্যে ভারতীয় অর্থমন্ত্রকের সম্মতি পাওয়া গেলে নয়া করে বহু পোস্ট অফিস ব্রাঞ্চ খোলার কাজ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।
এই প্রসঙ্গে সর্ব ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ওয়েস্টবেঙ্গল সার্কেলের সম্পাদক শুভ্রদ্বীপ চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, ‘পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রামীণ ভারতের মানুষকে প্রকৃত ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া সম্ভব। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছিল। ডাক বিভাগের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here