ফের ভারতীয় রেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রেজুয়েট পাশে চাকরির সুযোগ -Indian Railways Reqruitment

চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। ভারতীয় রেলে (Indian Railways Reqruitment) ফের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের নাগরিক ও যোগ্য হলে এই পদে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য যোগ্য হবে বা আবেদন করতে আগ্রহী হবে তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Indian Railways Reqruitment 

 

কী কী ধরনের পদে নিয়োগ করা হবে : 

এক্ষেত্রে তিন ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। 

 

শিক্ষাগত যোগ্যতা : তিন ধরনের পদের ক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে প্রাথমিক ভাবে মাধ্যমিক পাশ থেকে শিক্ষাগত যোগ্যতা শুরু হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ বা গ্রেজুয়েট পাশ যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করা যাবে। 

 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 25 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

ALSO READ :   উত্তপ্ত তিলোত্তমায় পুলিশ - চাকরিপ্রার্থী সংঘর্ষে রণক্ষেত্র করুণাময়ী

 

পদ অনুযায়ী মাসিক বেতন : এক্ষেত্রে প্রথমত 5 টি পদ রয়েছে যাদের ক্ষেত্রে পে লেভেল 4/ 5অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 16 টি পদ রয়েছে যাদের পে লেভেল 2/3 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে এবং 33 টি পদ রয়েছে যেখানে পে লেভেল 1 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অনলাইন মাধ্যমে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সংশ্লিষ্ট আবেদন লিঙ্ক খুজে নিতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। 

 

আবেদন ফী  : একই সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী জমা করতে হবে 500 টাকা এবং সংরক্ষিতদের জন্য আবেদন ফী হিসেবে 250 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে। 

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী যোগ্য হবে তাদের নিয়োগ করা হবে মূলত ডকুমেন্টস ভ্যারিফিকেশন ও স্পোর্টস টেস্ট ও অন্যান্য মাধ্যমে। 

 

অনলাইন আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হবে 15/09/2023 থেকে এবং অনলাইন আবেদন করতে পারবেন 15/10/2023 তারিখ পর্যন্ত।

ALSO READ :   রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

* এক্ষেত্রে স্পোর্টস পার্সন হিসেবে নিয়োগ করা হবে তাই আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Notice Download 

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top