ফের State Bank Of India তে একটা দুইটা নয় শত শত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল। SBI Bank Job Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :
1. Assistant Manager Position
2. Deputy Manager Position
3. Chief Manager Position
4. Assistant General Manager Position
5. Assistant Manager Position
6. Deputy Manager Position
7. Other position
উপরোক্ত position পদ গুলিতে বহু ধরনের পদ রয়েছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
বয়সসীমা : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন। তবে এক্ষেত্রে বয়স সর্বাধিক বয়স হতে হবে 35 বছর। কিছু কিছু পদের ক্ষেত্রে 32 বছর এবং কিছু কিছু পদের ক্ষেত্রে 42 বছরের মধ্যে।
যোগ্যতা :যেহেতু বহু ধরনের পদে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে যোগ্যতাও ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে গ্রেজুয়েট /বিই /বিটেক /কম্পিউটার সায়েন্স /ডিপ্লোমা /ডিগ্রি /এমসিএ /এম টেক প্রভৃতি যোগ্যতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে মূলত প্রথমে শর্টলিস্ট তৈরি করে পরে সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের SBI এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে হবে। কোন আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে হবে না।
আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী তাদের অনলাইন মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী হিসেবে 750 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে। ওবিসি ছাড়া বাকি সমস্ত রিজার্ভ গোষ্ঠির জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন