বন্ধন ব্যাংকে কিভাবে চাকরি পাওয়া যায়? বন্ধন ব্যাংকে চাকরি (Bandhan Bank Job) পেতে হলে কিভাবে আবেদন করতে হবে? ইত্যাদি সম্পর্কে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন জাগে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের মাধ্যমেও অনেক চাকরি প্রার্থীরা এমন প্রশ্ন করেন।
আমার একজন বন্ধু বর্তমানে তার জেলার একটি বন্ধন ব্যাংক অফিসে চাকরি করছে। তার কাছ থেকে এবং অনলাইনে ঘাটাঘাটি করে আমি বন্ধন ব্যাংকে চাকরির জন্য আসল আবেদন প্রক্রিয়া সম্পর্কে যা জেনেছি তাইই আজ আপনার সাথে শেয়ার করছি। আশা করছি কিছু গুরুত্বপূর্ন তথ্য আজ আপনি জানতে পারবেন।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বন্ধন ব্যাংকে অফিসিয়াল ভাবে চাকরি পাওয়া নিয়ে বিস্তারিত জানানো হবে। আপনিও যদি বন্ধন ব্যাংকে চাকরির করার কথা ভাবেন তাহলে বন্ধন ব্যাংকে জেনুইনভাবে অর্থাৎ সঠিক পদ্ধতিতে কিভাবে চাকরি পাওয়া যায় সে বিষয়ে ভালো করে জেনে নিন।
বর্তমানে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রচুর অসৎ ব্যক্তি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ঠকাচ্ছে। এমন অনেক মন্তব্য আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে থাকি। তাই চাকরি প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার উদ্দেশ্যে আমরা বন্ধন ব্যাংকে কিভাবে চাকরি পাওয়া যায় সে বিষয়ে আজকে জানাতে চলেছি।
Bandhan Bank Job Official Application Process
বন্ধন ব্যাংকে চাকরির মাসিক বেতন (Bandhan Bank Job Salary)
বন্ধন ব্যাংকের চাকরির ক্ষেত্রে বেসিক বেতন প্রতি মাসে ১২,৫০০ টাকা হয়ে থাকে। তবে পদ অনুযায়ী বেতনের পরিমাণ হেরফের হয়। ১৫ হাজার, ২০ হাজার, ২৫ হাজার, ৩৫ হাজার টাকা সহ বিভিন্ন মানদন্ডের বেতন বিভিন্ন পদ অনুযায়ী দেওয়া হয়ে থাকে।
বন্ধন ব্যাংকে চাকরির জন্য বয়সসীমা (Bandhan Bank Job Age Limit)
বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হয়। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিছু কিছু পদের ক্ষেত্রে বয়সের ছাড়ও পাওয়া যায়।
বন্ধন ব্যাংকে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Job Educational Qualification)
মাধ্যমিক (Madhyamik), উচ্চ মাধ্যমিক (HS), গ্র্যাজুয়েশন (Graduation) পাশ সহ বিভিন্ন উচ্চ শিক্ষাগত যোগ্যতায় বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে পারা যাবে।
বন্ধন ব্যাংকে চাকরির নিয়োগ প্রক্রিয়া (Bandhan Bank Job Recruitment Process)
- বন্ধন ব্যাংকে বেশিরভাগ পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করে নিয়োগ করা হয়।
- তবে উচ্চ কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর সাথে সাথে গ্রুপ ডিসকাশন এর মাধ্যমেও নিয়োগ করা হয়ে থাকে।
বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া (Bandhan Bank Job Application Process)
এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বন্ধন ব্যাংকে চাকরির জন্য কিভাবে আবেদন করতে হবে তা জানবো।
বন্ধন ব্যাংকে চাকরির ক্ষেত্রে আবেদন মূলত দুইভাবে করা যায়।
প্রথমত, আপনি আপনার জেলার বন্ধন ব্যাংক এর মেন ব্রাঞ্চের অফিসে CV বা বায়োডাটা জমা দিয়ে বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
দ্বিতীয়ত, বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিলাপ এবং CV আপলোড করার মাধ্যমে বন্ধন ব্যাংকে চাকরির আবেদন করতে পারবেন।
অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই Bandhan Bank Job এর জন্য আবেদন করতে পারবেন। তবে অফলাইনে আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
বন্ধন ব্যাংকের মেইন ব্রাঞ্চে আবেদন প্রক্রিয়া (Bandhan Bank Job Offline Application)
আপনি যদি নিজের জেলার বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে এই অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন-
(1) প্রথমেই আপনাকে আপনার নাম, ঠিকানা শিক্ষাগত যোগ্যতা, কাজের কোনো অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি তথ্য দিয়ে সুন্দর করে একটি সিভি বা বায়োডাটা বানিয়ে নেবেন।
(2) কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে অথবা মোবাইলে বিভিন্ন সিভি মেকার অ্যাপের মাধ্যমে এটি বানাতে পারবেন।
(3) যাইহোক, সিভি বাড়ানোর পর তার সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জেরক্স একটি খামে ভরে আপনার জেলার বন্ধন ব্যাংকের মেইন ব্রাঞ্চে জমা দেবেন।
(4) সিভি জমা দেওয়ার পর ব্রাঞ্চের কর্মরত আধিকারিকেরা আপনার সিভি যাচাই করবে। তারপর তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বন্ধন ব্যাংকের কাজে আপনাকে নিযুক্ত করবেন।
বন্ধন ব্যাংকে চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া (Bandhan Bank Job Online Application Process)
এইবার আমরা জানবো বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে চাকরির জন্য আবেদন করতে হবে। এই বিষয়ের নিচে স্টেপ বাই স্টেপ জানানো হচ্ছে, ভালো করে জেনে ও বুঝে নিন।
Step-1 প্রথমেই আপনাকে Google-এ গিয়ে Bandhan Bank লিখে সার্চ করতে হবে। সার্চ রেজাল্ট এর একেবারে প্রথমে যে লিংকটি থাকবে তাতে ক্লিক করবেন।
Step-2 আপনার স্ক্রিনে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (bandhanbank.com) ওপেন হবে। সেখানে Join Us+ লেখাতে ক্লিক করলেই Career নামের একটি অপশন দেখতে পাবেন। Career লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে।
Step-3 নতুন পেজ খুলবে এবং কিছু লেখা আপনার সামনে দেখা দেবে। এই পেজের একেবারে নিচে Proceed লেখাতে আপনাকে ক্লিক করতে হবে।
Step-4 Join Our Team লেখার উপর ক্লিক করলে একটি নতুন ফর্ম খুলবে।
Step-5 Prepared Department অপশনের অধীনে অনেকগুলি লেখা দেখা দেবে। যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করতে ইচ্ছুক সেটি নির্বাচন করবেন।
Step-6 এখানে আপনি Banking Operation & Customer Services অপশনটি নির্বাচন করতে পারেন। এটি নির্বাচন করার মানে হলো আপনি ব্যাংকিং সেকশনে চাকরি করতে ইচ্ছুক।
Step-7 এরপর আপনি কোন জায়গার বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক সেটি নির্বাচন করবেন। Preferred Location এর ক্ষেত্রে যে জায়গায় চাকরি করতে ইচ্ছুক সেই জায়গার নাম লিখবেন।
Step-8 এরপরে নতুন একটি অনলাইন ফর্ম খুলে যাবে। সঠিকভাবে ফর্ম ফিলাপ করে নিচে Continue লেখার উপরে ক্লিক করতে হবে।
Step-9 এবার আপনাকে আপনার বায়োডাটা অর্থাৎ CV আপলোড করতে হবে এবং মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে নিচের Submit লেখাতে ক্লিক করতে হবে।
Step-10 সবশেষে আপনার স্কিনের উপরে লেখা আসবে- Thank You for Your Application- We will Get in Touch Soon।
সবশেষে,
বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন করলেই যে চাকরির নিশ্চিত এমন কিন্তু না। আবেদন করা হয়ে গেলে বন্ধন ব্যাংকের কর্মরত আধিকারিকেরা আপনার আবেদন পত্র যাচাই করবেন। তারপর তাদের মতে আপনি যোগ্য প্রার্থী হলে তবেই ইন্টারভিউ এর জন্য ডাক পাবেন।
এইভাবে আবেদন করতে কোন টাকা লাগছে না বা চাকরি পাবার সময়ও কোন টাকা চার্জ করা হয় না। আবারও বলছি, বন্ধন ব্যাংকের চাকরি করার জন্য কোন টাকা লাগেনা। তাই উপরে দেওয়ার দুটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতিতে আপনি বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন করতেই পারেন।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ বন্ধন ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট- Click Here