Bankura Data Entry Operator Recruitment 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি দারুণ সুখবর। ইতিমধ্যেই ইন্দপুর বিডিও অফিস এর তরফ থেকে ইন্দপুর খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পুর্ন অস্থায়ী চুক্তি ভিত্তিক এই চাকরিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ দেওয়া হয়েছে ৩০/০৪/২০২২। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই আগ্রহী প্রার্থীদের কাছে অনুরোধ প্রতিবেদনটি পুরো পড়ুন এবং সঙ্গে অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।
Bankura DEO Recruitment 2022 |
নিয়োগকারী সংস্থা |
OFFICE OF THE BLOCK DEVELOPMENT OFFICER,INDPUR :: BANKURA |
পদের নাম |
Data Entry Operator |
শূন্যপদ |
01 টি |
আবেদন মাধ্যম |
Direct Interview |
ইন্টারভিউয়ের তারিখ |
9th March 2022 |
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ : শূন্যপদ রয়েছে ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরির জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং কম্পিউটারে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বয়সসীমা : ০১/১১/২০২১ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো : প্রতি মাসে ১৩,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন মূল্য : কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরির জন্য প্রার্থী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীকে প্রথমে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে ,এই নোটিশ ও আবেদন পত্র নিচের দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি ডাউনলোড করতে পারেন। এরপর সাবধানে পরিস্কার ভাবে আবেদন পত্র পূরন করে কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া নির্দিষ্ট তারিখ ও স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ : ০৯ই মার্চ, ২০২২ তারিখ, সকাল ১০ টার সময়।
ইন্টারভিউয়ের স্থান : ইন্দপুর ডেভেলপমেন্ট ব্লক অফিস।
নির্বাচন পদ্ধতি : ৫০ নম্বরের কম্পিউটার স্কীল টেস্ট এবং ভাইভার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র: ইন্টারভিউয়ের সময় যেসব নথি জমা দিতে হবে আবেদনকারীকে অবশ্যই সহায়ক নথিগুলির নিম্নলিখিত স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে।
ক) আবেদনপত্র পূরণ করা।
খ) সাম্প্রতিক রঙিন ছবি (আবেদন ফর্মে স্ব-প্রত্যয়িত এবং সংযুক্ত করতে হবে)
গ) বয়সের প্রমাণ (মাধ্যমিকের এডমিট)।
ঘ) শুধুমাত্র স্নাতকের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। (সার্টিফিকেট বা মার্কশিট)
ঙ) সরকার থেকে প্রদত্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের বৈধ শংসাপত্র। নিবন্ধিত ইনস্টিটিউট।
চ) আবাসিক ঠিকানার প্রমাণ (EPIC/ AADHAR/ PASPORT/ সাম্প্রতিক বৈদ্যুতিক বিলের ফটোকপি/ ড্রাইভিং লাইসেন্স).
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)