কলকাতা : বিগত কয়েক বছর মহামারীর কারণে গোটা পৃথিবীর কঙ্কাল সার অর্থনীতির চেহারাটা ইতিমধ্যেই চাক্ষুস করেছেন গোটা বিশ্ববাসী। এ বিষয়ে নতুন করে না বলাই ভালো। সাম্প্রতিক সময়ে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। কিন্তু তার মধ্যেই রাশিয়া -ইউক্রেন যুদ্ধের বাতাবরণে গোটা বিশ্ব জুড়েই ফের একবার অস্থির পরিস্থিতি। তবে তারই মাঝে নিজেদের অর্থনৈতিক কাঠামো কে মজবুত করতে বদ্ধ পরিকর গোটা বিশ্বের পাশাপাশি দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি । ATM Franchise Business Idea
সাম্প্রতি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় অগত্যা জীবন জীবিকা হিসাবে ব্যবসাকেই প্রাধান্য দিচ্ছেন দেশের বেকার যুবক – যুবতীরা। কিন্তু সেখানেও রয়েছে একাধিক সমস্যা। কারণ ব্যবসার জন্য প্রয়োজন মোটা টাকার। তার ওপর টাকা খরচ করে ব্যবসা করলেই যে লাভের অঙ্ক ঘরে আসবে এমন কথা হলফ করে বলা সম্ভব নয় । পরিস্থিতি যে মোটের ওপর সুবিধার নয় তা সাম্প্রতি বাজার ঘুরলেই বেশ পরিস্কার।
তার চেয়ে বরং দেশের একাধিক আর্থিক সংস্থা অর্থাৎ ব্যাঙ্কের এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM FRANCHISE ) নিয়ে মাসে মাসে মোটা টাকা কমিশন নেওয়া বেশ ভালো । কিন্তু কি এই ATM ফ্র্যাঞ্চাইজি ? যা থেকে ঘরে বসেই আপনি মাসে মাসে মোটা টাকা আয় করতে পারেন খুব সহজে ।
এক্ষেত্রে আপনি প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অর্থাৎ বছরে প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে। বিষয় আপনার কাছে অবাক লাগছে তাই না ? কিন্তু বাস্তবিক এটাই সত্যি । কিন্তু কিভাবে তা সম্ভব ? চলুন তাহলে জেনে নেওয়া যাক গোটা বিষয়টি ।
১) নিজের বাড়িতে এটিএম (ATM) কাউন্টার বসাতে হলে কোনো জনবহুল জায়গায় রাস্তার উপরে ৫০ থেকে ৮০ বর্গফুটের নিজস্ব জমি থাকতে হবে। অর্থাৎ এমন জায়গায় আপনার জমি থাকার প্রয়োজন যেখানে সবসময় মানুষজন দেখতে পায়।
২) এবার ওই ATM এ প্রতি (Transaction) বা লেনদেন পিছু একটা কমিশন দেওয়া হয়। মোটামুটি সেই কমিশন অনুযায়ী হিসাবে প্রায় প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। তবে এক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজি নিতে হলে ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
৩) এছাড়াও এটিএম ঘরটি গ্রাউন্ড লেবেলে হতে হবে, ঘরের ছাদ পাঁকা হতে হবে। পাশাপাশি ওই এলাকায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে SBI ATM Franchisee দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এসবিআই কর্ত্তৃপক্ষ । পাশাপাশি বাজারে ঘুরলেই চখে পড়বে একাধিক ব্যাঙ্কের এ টি এম পরিসেবা । তাই আর দেরি না করে যারা নিজের বাড়িতে বা জমিতে (ATM Franchisee ) নিতে আগ্রহী তারা অতিসত্বর একাধিক ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন এখনই।
প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ নথি পত্র –
এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে হলে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে ।
১) পরিচয় পত্রের (আধার/ভোটার/প্যানকার্ড) জেরক্স।
২) যে স্থানে এটিম বসাবেন সেই জায়গার দলিল/পর্চা -র জেরক্স।
৩) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইলেক্ট্রিসিটি বিল অথবা রেশন কার্ডের জেরক্স জমা করতে হবে।
৫) এছাড়াও আবেদনকারীর অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে, যেখানে আপনার আবেদন যাচাই করার পর সেই সংক্রান্ত সমস্ত আপডেট পাঠানো হবে।
written by – Somnath Pal .
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #ATM #FRANCHISEE # BUSINESS #NEW IDEA