বেতন বৃদ্ধি নিয়ে মমতার বিরাট ঘোষণা, শোরগোল সরকারি মহলে -WB Govt employees Update

‘এ যেন আপনি হয়না আবার ডাক দেয় শংকরা কে’ । অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই । একে তো নিজের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভাঁড়ে মা ভবানী তার ওপর অন্য রাজ্যে গিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এমনই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর বাংলার মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় গোটা বাংলা । আর হবে নাই বা কেন । এর কারণটা বেশ স্পষ্ট । কারণ পথে নেমে আন্দোলনের পাশাপাশি আদালতের দরজায় কড়া নেড়েও এখনও পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া DA থেকে বঞ্চিত এ রাজ্যের সরকারি কর্মীরা । এমনকি রাজ্যের অর্থনৈতিক দৈন দশার কথা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যসচিব স্বয়ং , এই অবস্থায় ভোট প্রচারে ত্রিপুরার মাটিতে গিয়ে নির্বাচনী ইস্তেহারে ওই রাজ্যের সরকারি কর্মীদের বছরে একবার নয়, দু- দু’বার DA দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী নিজেই । 

আসলে বিধি বাম সেই নির্বাচন । ভোট বৈতরণী পার হতে শুধু কি বাংলার মুখ্যমন্ত্রী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন বহুবার । এ উদাহরণ রয়েছে ভুরিভুরি । ঠিক যেমনটা ধরুন ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রের মসনদ দখলের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৫ লাখের গল্প আজ ও ভুলে যায়নি গোটা দেশের আম জনতা । অবশ্য তার পর গঙ্গা নদী দিয়ে জল গড়িয়ে গিয়েছে অনেক দূর । প্রধানমন্ত্রীর সেই ১৫ লাখের গল্প এখন ফ্যাকাশে ইতিহাস । 

ALSO READ :   জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

এবার মিথা প্রতিশ্রুতির মঞ্চে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি ত্রিপুরা বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ওই রাজ্যে গিয়ে বাংলার উন্নয়নের ধ্বজা উড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ পর্যন্ত সবই ঠিক ছিল । আসলে নির্বাচন বলে কথা । প্রতিশ্রুতির বন্যা বইতেই পারে । কিন্তু বিপত্তি বাঁধে ভোট প্রচারে ওই রাজ্যের সরকারি কর্মীদের DA-এর বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে । প্রচার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, ত্রিপুরায় যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে ওই রাজ্যের সরকারি কর্মীদের বছরে দু’বার DA দেওয়া হবে । ব্যাস তার পরেই আর দেখে কে । 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই একে একে কটাক্ষ আসতে থাকে বিরোধী গেরুয়া শিবিরের পক্ষ থেকে । পাশাপাশি এই রাজ্যের বঞ্চিত সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে মিথ্যা আখ্যা দিয়ে ঘোষণা করা হয়, ত্রিপুরার সরকারি কর্মীদের উদ্দেশ্যে এ রাজ্যের কর্মী সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতির পর্দা ফাঁস করবেন তারা । কারণ দীর্ঘদিন আন্দোলন করেও এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এ রাজ্যের সরকারি কর্মীরা । 

ALSO READ :   রেশন কার্ড থাকলেই পাবেন ৮০ হাজার টাকা, বিস্তারিত জেনে নিন

বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি এ – এর ফাঁরাক ৩৫ শতাংশ । বারংবার আবেদন নিবেদন , পথে নেমে আন্দোলন থেকে শুরু করে রাজ্য জুড়ে কর্মবিরতি , গন অবস্থান থেকে শুরু করে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েও এখনও পর্যন্ত তাদের ন্যায্য পাওনা  বুঝে পাননি এ রাজ্যের সরকারি কর্মীরা । তার পরেও ডি এ দেওয়া তো দুরস্ত এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের প্রতি বেশ উদাসীন রাজ্য সরকার ।

পাশাপাশি সরকারি কর্মীদের ডিএ -র দাবিতে আন্দোলন নিয়ে রাজ্যের একাধিক মন্ত্রীর গলায় শোনা গিয়েছে কটাক্ষের সুর । এই অবস্থায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে ওই রাজ্যের সরকারি কর্মীদের বছরে দু’বার DA -এর প্রতিশ্রুতি যে বেশ অত্যাশ্চর্যয়ের তা বলাই বাহুল্য । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই এ রাজ্যের আন্দোলনরত ২৮ টি কর্মী সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরার সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা পর্যন্ত পাঠানো হয়েছে ।  

পাশাপাশি শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্যেই ফেঁসে যাবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বাংলা এবং ত্রিপুরা দু জায়গাতেই । তবে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী তার বাংলা মডেল তুলে ধরে ত্রিপুরার মাটিতে ঘাস ফুলের বীজ বুনতে পারেন কিনা সেটাই এখন দেখার । সেই ছবি স্পষ্ট হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলে ।  

ALSO READ :   রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment

written by – Somnath Pal . 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #DA #WB #GOVT EMPLOYEE  #ASSEMBLY ELECTION #TRIPURA #DEARNESS ALLOWANCE

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top