ব্লক অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment

 ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের  কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে  এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক আশা (Asha karmi) কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও( health and family welfare) পরিবার কল্যাণ দফতর ও সংশ্লিষ্ট জেলা  মারফৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। কিভাবে আবেদন করবেন দেখে নিন বিস্তারিত । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর তারিখ –  DH&FWS/1923  Dated – 02/03/2023 

আবেদন পদ্ধতি—

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সংশ্লিষ্ট জেলা সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১.আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

২. এক্ষেত্রে শুধু মাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা ।

৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । 

ALSO READ :   রাজ্যের ভূমি দপ্তরের চাকরিতে নিয়োগ, ২০ হাজার টাকা মাসিক বেতন

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা 

d.  শিক্ষাগত যোগ্যতা

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি বিবাহিতা/ স্বামী পরিত্যক্তা/ কিংবা বিধবা হন তাহলেও আবেদনের সুযোগ পাবেন । অর্থাৎ অবিবাহিতরা আবেদনের যোগ্য নন । আবেদন পত্র পূরণের পর নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।  

বয়স সীমা –

আবেদনকারীর বয়স হতে হবে  ৪০  বছরের মধ্যে। এ ক্ষেত্রে আবেদকারী প্রার্থী যদি তপশিলি জাতী কিংবা তপশিলি উপজাতী সম্প্রদায় ভুক্ত হন তাহলে ৫ বছর এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড়া পাবেন।  তবে সকল ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।   

শিক্ষাগত যোগ্যতা- 

সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স / সোশিওলজি / সোশ্যাল অ্যানথ্রপলজি / সোশ্যাল ওয়ার্ক /এম বি এ / অর্থনীতি / রুরাল ডেভেলপমেন্ট / মাস কমিউনিকেশনে মাষ্টার ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও  গ্র্যাজুয়েট বা স্নাতক হওয়ার স্বাস্থ্য সম্পর্কিত কাজে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

ALSO READ :   মাত্র 1000 টাকায় 1 কোটি টাকার রিটার্ন, নিশ্চিত লাভবান হবেন -Bumper Investment Plan

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি

নিয়োগ পদ্ধতি- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও থাকবে লিখিত পরীক্ষা এবং কম্পিউতার টেস্ট এবং ইন্টারভিউ তারপর প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে

পদের নাম – ব্লক প্রোগ্রাম কো- অর্ডিনেটর ‘ (BLOCK PROGRAMME CO-ORDINATOR , ASHA) 

শূন্য পদের সংখ্যা – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১৪ টি 

কাজের ধরণ-

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলার সাব দিভিশনে কাজ করতে হবে । তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের হুগলী (HOOGLY) জেলায় ।  প্রার্থীকে অবশ্যই  সংশ্লিষ্ট জেলা এবং সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে ।

ALSO READ :   পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Punjab National Bank Recruitment

প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে । আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে  আবেদনকারীকে www.wbhealth.gov.in অথবা www.hoogly.nic.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহ পারেন ।  

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ২৭ শে মার্চ ২০২৩ অর্থাৎ 27/03/2023  পর্যন্ত। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Subdivisional Officer , Chinsurah, Hoogly .  

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bongodhara.com – এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন 

আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG- WB JOB# GOVT JOB# HEALTH JOB# ASHA KARMI# HEALTH AND FAMILY WELFARE

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top