rbi grade b notification 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি দারুন চাকরির খবর। ভারতীয় রিজার্ভ ব্যাংকে গ্রুপ-বি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বেতন কত এবং আরও বিস্তারিত তথ্য জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
RBI Grade B Notification 2022 | |
---|---|
নিয়োগকারী সংস্থা | RESERVE BANK OF INDIA |
পদের নাম | Officer Grade B |
শূন্যপদ | ২৯৪ টি |
আবেদন মাধ্যম | Online |
আবেদন শুরু তারিখ | 28th March 2022 |
আবেদনের শেষ তারিখ | 18th April 2022 |
পদের নাম : Officer in Grede ‘B’ (DR)- General
শূন্যপদ : মোট ২৩৮ টি শূন্য পদ রয়েছে। (UR- ১০৯,SC- ৩২,ST- ১৫,OBC- ৫৯,EWS- ২৩)
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরির জন্য প্রার্থীকে ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক অথবা ৫৫ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতকোত্তর হতে হবে।
পদের নাম : Officer in Grede ‘B’ (DR)- DEPR
শূন্যপদ: মোট ৩১ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। (UR- ১১,SC- ৪,ST- ৫,OBC- ৮,EWS- ৩)
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীকে ইকোনমিক্সে স্নাতকোত্তর হতে হবে।
পদের নাম : Officer in Grede ‘B’ (DR)- DSIM
শূন্যপদ : মোট ২৫ টি শূন্য পদ রয়েছে। (UR- ৭,SC- ৭,ST- ৫,OBC- ৪,EWS- ২)
শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে ৫৫ শতাংশ নম্বর সহ স্ট্যাটিসটিকস/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিকস/ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স/ স্ট্যাটিসটিকস এন্ড ইনফরমেটিক্স এ স্নাতকোত্তর হতে হবে।
বয়সসীমা : উপরোক্ত প্রতিটি চাকরির ক্ষেত্রে ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০১/০১/১৯৯২ থেকে ০১/০২/২০০১ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো : এই পদে চাকরি পেলে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৫৫,২০০ টাকা।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য সরাসরি আবেদন করতে পারবেন। তার জন্য www.rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার আগেই প্রার্থীর ফটো (4.5 cm × 3.5cm), সই এবং বাম বুড়ো আঙ্গুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন।
আবেদন ফি : জেনারেল/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি : এই চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষা (Phase- I এবং phase- II) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
Phase-I এর পরীক্ষার তারিখ ও ধরন : ২৮ শে মে ২০২২, মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপ এর, প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে। সময় থাকবে ১২০ মিনিট।
Phase-I I এর পরীক্ষার তারিখ ও ধরন : ২৫ শে জুন ২০২২,পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের এবং সময় থাকবে ১৮০ মিনিট।
আবেদন করার শেষ তারিখ : ১৮/০৪/২০২২ বিকাল ছয়টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)