ভারতীয় ফুড কর্পোরেশনে চাকরি, শুরুতে 40 হাজার টাকা মাসিক বেতন | FCI AGM Recruitment 2023

Food Corporation of India AGM Recruitment

শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI। এখানে দেশের প্রতিটি রাজ্যের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থায় নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন দেওয়া হবে মাসে 40,000 থেকে 1,40,000 টাকা। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

যে পদে নিয়োগ হবে

1. অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-CE (AGM- CE)

2. অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার – EM (AGM- EM)

মোট শূন্যপদ

1. (AGM- CE)- এখানে মোট 26 টি শূন্যপদ রয়েছে।

2. (AGM- EM)- এখানে মোট 20 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

1. AGM(CE)- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ ডিগ্রি এবং Assistant Engineer পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

2. AGM(EM)- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Electrical Engineering বা Mechanical Engineering এ ডিগ্রি এবং Assistant Engineer পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতনক্রম

উপরের দুটি পদের জন্যই প্রার্থীদের 40,000 থেকে 1,40,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

এখানে প্রাথমিক ভাবে 3 বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

Delhi/NCR, Chennai, Mumbai, Kolkata, Guwahati, Chandigarh, Shimla, Jaipur, Lucknow, J&K, Dehradun, Panchkula, Bangalore, Amravati, Hyderabad, Ahmedabad, Raipur, Bhopal, Patna, Ranchi, Bhubaneshwar,
Shillong, Itanagar, Imphal, Dimapur সহ সারা দেশের যে কোনও শহরে প্রার্থীদের নিয়োগ করা হতে পারে।

আবেদন প্রক্রিয়া

অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট করিয়ে নিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ভরতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নীচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Deputy General Manager(Estt-I), Food Corporation of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi-110001. 

আবেদনের সময়সীমা

03/03/2023 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের। হিসেব মত 03/04/2023 আবেদনের শেষ দিন

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

ALSO READ :   এক লক্ষ বেকার যুবক যুবতী চাকরিতে নিয়োগ, রইল বিস্তারিত -Apple Mega Recruitment

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top