ভারতীয় স্টেট ব্যাংকে (SBI) গুরুত্বপূর্ণ পদে চাকরির বিজ্ঞপ্তি, নিয়োগ সম্পর্কে খুটিনাটি জেনে নিন

SBI Important Post Job Recruitment 2023

দেশের সর্ববৃহৎ সরকারি বা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি (All India SBI Job Vacancy) হওয়ায় পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আপনিও যদি SBI এর এই পদ্গুলির জন্য আবেদন করতে চান তবে নিয়োগের তথ্যগুলি একে একে ভালো করে দেখে নিন। 

পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য

1. সাপোর্ট অফিসার (Support Officer) 

শূন্যপদ- এখানে মোট 09 (General 06, Other Backward Caste 02, Scheduled Caste 01) টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এই পদের জন্য সেই ভাবে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু আবেদনকারীরা সকলেই এসবিআই-এর অবসরপ্রাপ্ত অফিসার। কিন্তু CMPOC বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 63 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসে মাসে সর্বোচ্চ 45,000 টাকা অবধি এখানে বেতন দেওয়া হবে কর্মীদের।

2. বিজনেস কারেসপনডেন্ট ফেসিলিটেটর (Business Correspondent Facilitator)

শূন্যপদ- এখানে সারা দেশ জুড়ে মোট 868 টি পদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- এই পদের জন্য সেই ভাবে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু আবেদনকারীরা সকলেই এসবিআই অথবা অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসার। সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 63 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 40,000 টাকা অবধি এখানে বেতন দেওয়া হবে কর্মীদের।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর একটি মেরিট লিস্ট প্রকাশ করার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে।

নিয়োগের স্থান

1. Support Officer- নির্বাচিত প্রার্থীদের হাইদ্রারাবাদে পোস্টিং দেওয়া হবে।

2. Business Correspondent Facilitator- ভারতের যে কোনো সার্কেলে প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers এ গিয়ে তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে সাবমিট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা

1. Support Officer- 01.04.2023 তারিখ অবধি পোর্টাল খোলা থাকবে, তাই এর মধ্যেই প্রার্থীদের আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।

2. Business Correspondent Facilitator- এই পোস্টের জন্য প্রার্থীদের 31.03.2023 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ 1: Download

অফিসিয়াল নোটিশ 2: Download

✅ Online Application: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো আপডেট 👇👇

ALSO READ :   রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top