ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রুপ-B এবং গ্রুপ-C স্টাফ নিয়োগ | Ministry of Home Affairs Group B, C Staff Recruitment

Ministry of Home Affairs Group B, C Staff Recruitment

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (Ministry of Home Affairs) BSF বা বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন গ্রুপ-B এবং গ্রুপ-C প্যারামেডিকেল স্টাফ পদে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের অন্তর্গত প্রতিটি জেলা থেকে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

BSF বা  বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে প্রকাশিত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, কি কি পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত প্রভৃতি তথ্য জানতে নিচের লেখাটি শেষ পর্যন্ত পড়ে নিন।

Ministry of Home Affairs Group B, C Staff Recruitment

নোটিশ নম্বরঃ Cbc-19110/11/0110/2223

নোটিশ প্রকাশের তারিখঃ 19.01.2023

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রুপ-B এবং গ্রুপ-C প্যারামেডিকেল স্টাফ নিয়োগের বিস্তারিত তথ্য

(1) পদের নামঃ স্টাফ নার্স – SI (Staff Nurse – SI)

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং জেনারেল নার্সিং প্রোগ্রামে ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 10 টি।

(2) পদের নামঃ ডেন্টাল টেকনিশিয়ান -ASI (Dental Technician)    

ALSO READ :   BECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা | BECIL Recruitment 2023

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 93,300 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ডেন্টাল টেকনিশিয়ান বিষয়ে 2 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(3) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান – ASI (Lab Technician)      

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 93,300 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স বিষয় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মেডিকেল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 7 টি।

(4) পদের নামঃ জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট – হেড কনস্টেবল (Junior X Ray Assistant – Head Constable)      

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। 

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 40 টি।

ALSO READ :   রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন নিয়ম শুরু হলো, বেহালার ঘটনার পর নেওয়া হলো এই সিদ্ধান্ত

(5) পদের নামঃ টেবিল বয় – কনস্টেবল (Table Boy – Constable)      

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(6) পদের নামঃ ওয়ার্ড বয় বা ওয়ার্ড গার্ল বা আয়া – CT (Ward Boy/Ward Girl/Aya – CT)

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে শেষ পর্যন্ত পড়েনিন।

আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে প্রকাশিত উপরের সমস্ত গ্রুপ-B, C পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।

ALSO READ :   রাজ্য জুরে 10 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ, সকলেই আবেদনযোগ্য

(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজের নাম ও মোবাইল নম্বর বা বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

(3) এরপরে রেজিস্ট্রেশনের সময় তৈরি করা নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

(4) লগইন করার পর নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি ক্লিক করে ওপেন করতে হবে।

(5) এরপরে আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদ অনুযায়ী আবেদনপত্রে সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।

(6) আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

(7) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 24.01.2023
আবেদন শুরু 24.01.2023
আবেদন শেষ 22.02.2023

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

 অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার লিংক- Click Here

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরে চাকরি

🎯 পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ

🎯 কল্যাণীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

🎯 1410 টি শূন্যপদে BSF কনস্টেবল নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top