ভালো কোনো চাকরি পেতে চান? এই ৫ টি প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে

You must know the answers to these 5 questions to get a good job

লিখিত পরীক্ষা উত্তর দিলেও ইন্টারভিউতে কথা বলার ভীতি এবং প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারার জন্য প্রায় পেয়ে যাওয়া চাকরিও হারাতে হয় বহু মানুষকে। তবে কয়েকটি টিপিক্যাল প্রশ্নের উত্তর তৈরী রেখে সেগুলিকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারলেই কিন্তু চাকরি পাওয়াটা অনেকাংশে সোজা হয়ে যায়।

আজকের প্রতিবেদনে ইন্টারভিউয়ারদের কয়েকটি পছন্দের প্রশ্ন এবং সংশ্লিষ্ট উত্তরের কাঠামো কেমন হওয়া উচিত, তা নিয়ে আলোচনা করা হল।

(1) এই পেশায় কেন নিজের ক্যারিয়ার গড়তে চান?

এটি একটি দারুণ জনপ্রিয় এবং অবশ্যম্ভাবী প্রশ্ন। কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবার সময় সেই কোম্পানি ঠিক কী সেক্টরে কাজ করে সেটা নিয়ে পড়াশোনা করে যাবেন। উত্তর দেবার সময় এই পেশার মাধ্যমে কীভাবে আপনি সময়ের সাথে সাথে উন্নতি করতে পারবেন এবং এটা কীভাবে আপনার ড্রিম জব হচ্ছে সেই বিষয়ে আপনাকে বলতে হবে।

(2) প্রেসার এবং স্ট্রেস সামলার জন্য কী করবেন?

এই রকম সিচুয়েশন বেসড প্রশ্ন প্রায়শই করা হয় ইন্টারভিউতে। মূলত এইরকম প্রশ্ন করে দেখতে চাওয়া হয় প্রার্থী কতটা পরিণত মনষ্ক। তাই এই প্রশ্নের উত্তর সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন।

ALSO READ :   CTET Result | প্রকাশ পেল 'সিটেট' পরীক্ষার ফলাফল!

(3) তিনটি শব্দে নিজের সম্পর্কে বলুন! 

যদি প্রশ্নে ‘শব্দ’ বলা হয়, তাহলে কিন্তু শব্দের সাহায্যেই নিজেকে বিশ্লেষণ করতে হবে আপনাকে। বাক্যের ব্যবহার কিন্তু চলবে না। এই রকম প্রশ্নের ক্ষেত্রে আপনার পজিটিভ সাইডগুলোকে হাইলাইট করতে হবে। সেক্ষেত্রে আপনার উত্তর হতে পারে ‘মাল্টি ট্যালেন্ট,’ ‘ট্রাস্টফুল,’ ‘সেলফ মোটিভেটেড’ বা ‘হার্ড ওয়ার্কিং’ ইত্যাদি।

(4) আমরা কেন আপনাকে চাকরিটা দেবো?

এটা একটা ইন্টারভিউয়ের সবচেয়ে কঠিন এবং গেম চেঞ্জার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে আপনার চাকরি প্রায় এক প্রকার বাঁধা! তাই এই উত্তর দেবার সময় ট্রাম্পকার্ডটা খেলুন ঠান্ডা মাথায়, গুছিয়ে এবং সুচারু ভাবে।

এখানে উত্তর দেবার সময় আপনার মধ্যে যা যা ভালো গুণ আছে, সেগুলো কীভাবে কোম্পানির গ্রোথে সহায়তা করবে সেই সম্বন্ধে বলবেন। পাশাপাশি কোম্পানির এবং আপনার মিশন-ভিশন যে একই, সেটাও মেনশন করতে ভুলবেন না।

(5) আগামী 5 বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চান?

এই প্রশ্নের উত্তরটি অবশ্যই তৈরী করে রাখবেন। কোম্পানির যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে আপনার কেরিয়ার গ্রোথ কীভাবে হবে, কী কী প্রোমোশন এবং ডেসিগনেশন আছে সেখানে, সেগুলি জেনে যাবেন। বর্তমানে ইন্টারনেটে সব ধরণের তথ্য পাওয়া যায়। আপনার পদ সংক্রান্ত সকল প্রকার তথ্যও খুব সহজেই আপনি নেটে পেয়ে যাবেন।

ALSO READ :   ভারতের ONGC কর্পোরেশনে কর্মী নিয়োগ | ONGC Recruitment 2022

এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হলে একটি তথ্য সমৃদ্ধ উত্তর দেবেন। এর ফলে ইন্টারভিউয়ারের ধারণা হবে যে আপনি কাজটি করতে ইচ্ছুক এবং এর ব্যাপারে জানেন।

এগুলিও পড়ুন 👇👇 

💡 চাকরিপ্রার্থী হিসেবে নিজেকে কিভাবে গড়ে তোলা উচিত?

💡 সরকারি চাকরি পেতে এই ১০ টি ভুল একদম করবেন না

💡 সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পেতে এই 7 টি কথা মাথায় রাখুন

💡 ইন্টারভিউতে এই ১২ টি কাজ একদম করবেন না

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top