ভূমি সংস্করণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -WB Land Reform Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের জেলায় ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের এই জেলায় জেলা ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।

কীভাবে আবেদন করবেন :
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. এক্ষেত্রে  অফলাইনে আবেদন করতে হবে  । আবেদনকারী প্রার্থীকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা (BIO-DATA)  তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে নির্দিষ্ট দিন এবং সময়ের পাঠাতে হবে  ।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে ডিটেইল পূরণ করতে হবে।

এ ছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা তাও উল্লেখ করতে হবে । পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে  দিন জমা করতে হবে।

ALSO READ :   SSC GD: প্রকাশ পেল SSC GD পরীক্ষার 'অ্যানসার কি'! কিভাবে দেখবেন? জেনে নিন


বয়সসীমা
:
এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৬৪ বছরের মধ্যে । 

আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটার  সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র, ইত্যাদি   

নিচে শূন্য পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল

পদের নাম
– ” আমিন ” (AMIN)

শূন্য পদের সংখ্যা– ১ টি


মাসিক বেতন-

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

কাজের ধরণ-
এক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে রাজ্য ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার/ ব্লকের জমি জরিপের কর্মসূচীতে  কাজ করতে হবে । তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি( contractual job) ভিত্তিক ।

 
যোগ্যতা
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরে জমিজমা সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

ALSO READ :   WBCS 2023 Notification PDF | WBCS 2023 Online Apply

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিয়োগ করা হবে এ রাজ্যের নদীয়া জেলার ভুমিও ভুমি সংস্কার দফতরের অধীনে জমি মাপজোক অর্থাৎ জরিপের কাজে ।

নিয়োগ পদ্ধতি –
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য তারপর প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.nadia.gov.in – এ

আবেদন জানাতে হবে আগামী ১৫ ই মার্চের মধ্যে অর্থাৎ 15/03/2023

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top