ভোটের আগে রাজ্যের জেলায় জেলায় হাজার হাজার নিয়োগ, রইল বিস্তারিত -WB Govt Job Recruitment

কলকাতা – এমনিতেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য কর্ম সংস্থান । তার ওপর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে আরও সুদৃঢ় করা।  তাই রাজ্যের জেলায় জেলায় কয়েক হাজার আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কারণ কি ? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগে বেশ কয়েক হাজার নিয়োগ করে বিরোধীদের প্রচারের অস্ত্র কে ভোঁতা করে দিতে চাইছে রাজ্য সরকার । সাম্প্রতিক কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা । পরিস্থিতি এমন যেন মাথা ঢাকতে গিয়ে পা বেড়িয়ে যাওয়ার জোগাড় । তার ওপর রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে রাজ্য সরকার বেশ চিন্তিত । তবে মাত্র কয়েকদিন আগেই উত্তরবঙ্গের সভা থেকে গোটা দেশের লাগামহীন বেকারত্ব নিয়ে কেন্দ্র সরকার কে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি বক্তব্যের আসরে দাবি করেন, যেখানে দেশের বেকারত্ব ক্রমশ বাড়ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে রাজ্যের বেকারত্বের হার ৪০ শতাংশ কমিয়েছেন তিনি । WB Govt Job Recruitment 

তার ওপর রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন । এই অবস্থায় ‘একশো দিনের কাজ’ সহ ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ এমনকি অতি সম্প্রতি ‘মিড- ডে-মিল’ কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য সরকারের । পাশাপাশি শিক্ষক নিয়োগ ইস্যু থেকে শুরু করে সরকারি কর্মীদের ন্যায্য দাবি নিয়ে বেশ বেকায়দায় রাজ্য সরকার । তবে বিরোধীদের দাবি, এই সব থেকে বাঁচতে তড়িঘড়ি রাজ্য জুড়ে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কারন শুধুমাত্র রাজ্য স্বাস্থ্য দফতরে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগই নয় রাজ্যের একাধিক দফতর মিলিয়ে প্রায় ১০ হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের শুরুতেই । সাম্প্রতিক রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । তার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় ২৫০০ আশা কর্মী নিয়োগের পাকাপাকি সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যের প্রশাসনিক সভায় । 

ALSO READ :   IDBI ব্যাঙ্কে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 34,000 টাকা

সব কিছু ঠিক থাক থাকলে আগ্মি কয়েক দিনের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে জেলা ভিত্তিক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর । সরকারি সুত্রে খবর এমনটাই । আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে তড়িঘড়ি এই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার । এতো দ্রুত এবং এক সঙ্গে এতো সংখ্যক নিয়োগ যে রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের তৃণমূল সরকারকে পঞ্চায়েত ভোটের ময়দানে বেশ খানিকটা ডিভিডেন্ট দেবে তা বলাই বাহুল্য । 

স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার, কোথায়- কিভাবে দেখে নিন চটপট-WB Health Recruitment 

সর্বপরি পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ নিয়ে রাজ্যের বিরোধীদের মাৎ করতে চাইছেন তৃণমূল নেত্রী । তবে এই নিয়োগই নয় । সবে মাত্র প্রকাশিত হয়েছে প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল । এরই মধ্যে ২০২৩ এর মাঝামাঝি সময়ে ফের  টেট পরীক্ষার কথা জানিয়েছেহ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল । কিন্তু শুধু পরীক্ষা নিলেই তো হবে না । নিয়োগ কোথায় । এই নিয়ে রাজ্য সরকার কে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের একাধিক বিরোধী শক্তি । তবে নিয়োগ প্রক্রিয়াও নিয়ম মেনে  দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন গৌতম । তবে এরই মাঝে রাজ্যের স্বাস্থ্য দফতরে কয়েক হাজার আশা কর্মী নিয়োগের বিষয়ে রাজ্য সরকারি এই সিদ্ধান্তে আপাতত খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা । কারণ শুধুমাত্র মাধ্যমিক পাশেই রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে । বিজ্ঞপ্তি প্রকাশ এখন যে শুধু সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য ।  

 written by – Somnath Pal . 

ALSO READ :   রাজ্যের স্বাস্থ্য দপ্তরে MTS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG -# WB #GOVT #RECRUITMENT #ASHA KARMI #JOB #VACANCY

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top