রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিচ্ছে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দফতর । এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকশ করা হয়েছে । রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Memo No: DH&FW/COB/770 Dated – 10/02/2022
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
পদের নাম – আয়ুশ এম ও (AYUSH MO )
শূন্যপদ –
উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা- ১ টি
বয়স সীমা –
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৬৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
বেতন– এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ দৈনিক মজুরি হিসাবে প্রতিদিন সাম্মানিক ১০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক অর্থাৎ আয়ুশ বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।
পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF )
শূন্যপদ –
উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা- ১ টি
বয়স সীমা –
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
বেতন– এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ দৈনিক মজুরি হিসাবে প্রতিদিন সাম্মানিক ৫০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
কাজের ধরণ-
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
আবেদন ও প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে আলাদা ভাবে কোনও আবেদনের প্রয়োজন নেই । শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনকারী প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্রের অনুকরণে নিজের বায়ো ডাটা প্রস্তুত করে তার সঙ্গে প্রার্থীকে নিজের যাবতীয় নথি পত্রের ওরিজিনাল কপি সহযোগে প্রার্থীকে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে সরাসরি ইন্টার্ভিউয়ের জন্য হাজির থাকতে বলা হয়েছে । এখাত্রে প্রার্থীর শিক্ষা গত যোগ্যতা এবং সরাসরি ইন্টারভিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের কোচবিহার (Cooch Behar) জেলায় ।
Date of Interview – 23-03-2023 time – 10.00 am
Place of Interview – District Vaccine & Family Welfare Store , Office of the Chief Medical Officer of Health , N.N.Road, Beside Circuit House , Cooch Behar .
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণ সহ সরাসরি ইন্টারভিয়ের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT