মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -Govt Job Recruitment

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার দেশ জুড়ে কয়েকশো কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের প্রতিরক্ষা (MINISTRUY OF DEFENCE) মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক মারফৎ । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের গোটা দেশের একাধিক সেনা ক্যাম্পগুলিতে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন সেনা কর্মী হিসাবে। মাসিক বেতন দেওয়া হবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মানুযায়ী।  সংশ্লিষ্ট সেনা কর্মীর হিসাবে কাজে যোগদানের ক্ষেত্রে মহিলারাও আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় খুঁটিনাটি তথ্য জানতে চটপট দেখে নিন নিচের প্রতিবেদনটি । 

আবেদন পদ্ধতি— 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে ভারতীয় সেনা বাহিনীর সংশ্লিষ্ট ওয়েব সাইটে ঢুকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । 

ALSO READ :   জেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং- সব কিছু জেনে নিন

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, বাবার নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে তার শারীরিক সক্ষমতার সম্পর্কে যাবতীয় তথ্যও আপলোড করতে হবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ পদ্ধতি অনুযায়ী । 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিতে হবে  । 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায়  নিজের সই(SIGNATURE) করে আবেদন পত্রটি  নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

নিয়োগ পদ্ধতি—

১। নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এরপর হবে লিখিত পরীক্ষা ।  উল্লেখিত লিখিত পরীক্ষা কবে,কোথায়,কখন অনুষ্ঠিত হবে তা হবে তা প্রার্থীর মেল আইডি সহ কল লেটার সহযোগে সংশ্লিষ্ট অফিস মারফৎ আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । তারপর প্রার্থীকে শারীরিক মাপজোকের এবং সুস্থ্যতার পরীক্ষার পর নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা এবং দক্ষতা এবং আবেদনকারী প্রার্থীর জমা করা নথিপত্র ভেরিফিকেশনের পর  সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ।  

ALSO READ :   মাধ্যমিক রেজাল্ট 2023 | রেজাল্ট দেখার সঠিক পদ্ধতি জেনে নিন

শূন্য পদের যাবতীয় বিবরণ-

এক্ষেত্রে গোটা দেশে জুড়ে ভারতীয় সেনা বাহিনীর একাধিক সেনা ক্যাম্পের তালিকা অনুযায়ী মোট  একাধিক ট্রেডে শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । মূলত যে পদ গুলিতে নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,

কুক (COOK)

বারবার (BARBER) 

ম্যাসেঞ্জার (MESSENGER),

মশালচি (MASALCHI),

ওয়াশার ম্যান (WASHER MAN ),

সাফাইওয়ালা (SAFAIWALA),

মেস ওয়েটার (MESS WAITER),

ইত্যাদি আরও একাধিক ট্রেডের ক্ষেত্রে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

শূন্য পদের সংখ্যা – 

উল্লেখিত পদ গুলিতে মোট শূন্যপদের সংখ্যা কয়েকশো । তবে এই শূন্যপদের সংখ্যা আগামীতে আরও বাড়বে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে । 

বয়স সীমা —

উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় সেনা বাহিনী মারফৎ ভারত সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

ALSO READ :   CSIR-UGC NET 2023: পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান অথবা আই টি আই (ITI)  ট্রেড সার্টিফিকেট বা সংশাপত্র থাকতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস  বা নথিপত্র —

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রার্থীর শারীরিক মাপজোক এবং শারীরিক পরীক্ষার যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।

আবেদন সহ নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (www.aorecruitment.gov.in) – এ 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Group Commander, HQ 22 Movement Control Group, PIN-900328, c/o 99 APO

উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে । 

চট জলদি চাকরির খবর পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com –এ 

Official Notice : Download 

TAG- DEFENCE # JOB# GOVT JOB# RECRUITMENT# ARMY JOB

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top