মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা

Madhyamik pass Indian Navy new recruitment 2023

দেশের নেভি অর্থাৎ নৌসেনা বাহিনীতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। এখানের নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

ট্রেডসম্যান মেট / Tradesman Mate

শূন্যপদ

এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 362 টি

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে ITI ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। মোট 19 টি ট্রেডের একটি তালিকা অফিসিয়াল নোটিশের শেষে দেওয়া আছে। ওই ট্রেডগুলির মধ্যে যে কোনো একটিতে সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য কেবলমাত্র 18 থেকে 25 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের 18,000-56,900 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। টেস্টের সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক টি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন

ALSO READ :   ECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা | ECIL Recruitment 2023

নিয়োগ স্থান

নির্বাচিত প্রার্থীদের আন্দামান নিকোবরের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://karmic.andaman.gov.in/HQANC ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। সব শেষে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন করার শেষ দিন 25/09/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল

👉 উচ্চ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 ইস্টার্ন রেলওয়েতে 3115 টি শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

ALSO READ :   খুব সহজে কোটিপতি হতে চান ? তাহলে এখন থেকেই শুরু করুন এই ব্যবসা -New Business Idea

👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top