মাসিক বেতন 29,200 টাকা! 2,800 শূন্যপদে সুবিশাল নিয়োগ, রইল বিস্তারিত -Group C Job Recruitment

নয়াদিল্লি – সরকারি চাকুরীজীবীরা অবসরকালে মোটা টাকা পেনশন পান । তার জন্য অবশ্য চাকুরীজীবী ব্যাক্তির কর্ম জীবনে টাকা গচ্ছিত করা রাখতে হয় সরকারি নিয়ম মতো । অনেকে সরকারি এই ব্যবস্থা কে বলেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা (EPF) ইপিএফ । এবার সেই এমপ্লয়িজ প্রভিদেন্ত ফান্ডের হাত ধরেই গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের সামনে বিরাট চাকরির সুযোগ । সম্প্রতি এই মর্মে গ্রুপ সি লেবেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হারত সরকারের শিক্ষা (Education Ministry) মন্ত্রকের অধীনে থাকা স্ব- শাসিত সংস্থা ন্যাশেনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ  (NTA) এনটিএ । এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে । এই নিয়োগে অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে চাকরি প্রার্থীদের নুন্যতম যোগ্যতা রাখা হয়েছে উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েট । গোটা দেশের একাধিক রাজ্যের একাধিক শহরে বসেই চাকরি প্রার্থীরা এই  প্রক্রিয়ায় যেমন আবেদন করতে পারবেন তেমনি একাধিক শহরেই রয়েছে পরীক্ষার কেন্দ্র । তাহলে বিস্তারিত জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের বিস্তারিত প্রতিবেদনে ।     

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশেনাল টেস্টিং এজেন্সি মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী নিয়োগের বিষয় উল্লেখ করা হয়েছে । যেমন , 

ALSO READ :   রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২২,০০০/- টাকা

১)  পদের নাম- সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ‘ (Social Secrurity Assistant) 

শূন্য পদ– গোটা দেশ জুড়ে উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 2674 টি

বয়স সীমা -এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭  বছরের মধ্যে । তবে সংরক্ষিত অর্থাৎ তপশিলি জাতি – উপজাতি এবং ওবিসি এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

মাসিক বেতন –  এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার তরফে  প্রতিমাসে 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা– এ ক্ষেত্রে আবেদন কারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেমন যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে তেমনি  কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি ইংরাজি এবং হিন্দি ভাষায় মিনিটে 35 থেকে 40 টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে । 

২) পদের নাম- স্টেনোগ্রাফার ‘ (Stenographer) 

শূন্য পদ– গোটা দেশ জুড়ে উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 185 টি

বয়স সীমা -এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27  বছরের মধ্যে । তবে সংরক্ষিত অর্থাৎ তপশিলি জাতি – উপজাতি এবং ওবিসি এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

ALSO READ :   কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ, ২৫ মে পর্যন্ত চলবে আবেদন

মাসিক বেতন –  এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার তরফে  প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা– এ ক্ষেত্রে আবেদন কারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেমন যেকোনো শাখায় উচ্চ-মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।  তেমনি  কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি ইংরাজি  ভাষায় প্রতি 10 মিনিটে 80 টি শব্দ শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে । 

কাজের ধরণ– এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে কাজ করতে হবে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা স্ব- শাসিত সংস্থা ন্যাশেনাল (NTA) টেস্টিং এজেন্সির তত্বাবধানে । 

প্রার্থী নির্বাচন– এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে অনলাইনে অর্থাৎ (CBT) লিখিত পরীক্ষার জন্য । তারপরের ধাপে রয়েছে  কম্পিউটার এবং প্রাসঙ্গিক কাজে দক্ষতা প্রমানের পরীক্ষা । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস – আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

ALSO READ :   Madhyamik Marksheet: মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে চমক! ব্যবহৃত হল বিশেষ প্রযুক্তি

আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার নির্দিষ্ট ওয়েব সাইট (http://recruitment.nta.nic.in ) অথবা (www.epfindia.gov.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 

আবেদন ফী – সংশ্লিষ্ট পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 700 টাকা আবেদন ফী জমা করতে হবে ।তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  –  (http://recruitment.nta.nic.in ) অথবা (www.epfindia.gov.in )  -এ

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ 26/04/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Click Here

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG- #JOB #RECRUITMENT #NTA #EDUCATION #EPFO

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top