মুর্শিদাবাদ জেলার OSC সেন্টারে কর্মী নিয়োগ, বেতন ৩০,০০০ টাকা

মুর্শিদাবাদ জেলার চাকরি খবর : পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলার OSC (one stop centre) সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সকল মহিলা চাকরিপ্রার্থীরা খুব সহজেই তাদের যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে এই নিয়োগের খুটিনাটি অর্থাৎ কোন পদে কত নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, শুন্যপদ কয়টি রয়েছে এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একবার ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Murshidabad

পদের নামঃ Center Administrator ও Case Worker এই দুটি পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদঃ মোট ০৩ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
বেতন কাঠামোঃ এই চাকরির জন্য বেতন দেওয়া হবে ১৫,০০০ – ৩০,০০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার MS office সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৪৫ ও ৩৫ বছর ০১/০১/২০২২ তারিখের মধ্যে।
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নেবেন এবং ফর্মটি পূরণ করে নোটিশে দেওয়া ইমেইলে পাঠাতে হবে।
নির্বাচন পদ্ধতিঃ পরীক্ষা, ভাইভা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
  • পরীক্ষা : ৩০ মার্কস
  • কম্পিউটার টেস্ট : ১৫ মার্কস
  • ভাইভা : ০৫ মার্কস
ALSO READ :   IIT খড়গপুর এক্সিকিউটিভ অফিসার নিয়োগ | IIT Kharagpur Exicutive Officer Recruitment 2022
গুরুত্বপূর্ণ তারিখঃ
  •       আবেদন প্রক্রিয়া শুরু তারিখঃ ১১/০৫/২০২২
  •       আবেদন করার শেষ তারিখঃ ৩১/০৫/২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমুহঃ
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন [email protected](link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top