iitkgp recruitment 2022 apply online: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুর (IITKGP) এর তরফ থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জুনিয়র এসিস্ট্যান্ট পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন।যোগ্য প্রার্থীরা অনলাইনে এই চাকরিতে আবেদন করতে পারবেন। আপনি যদি এই পদে চাকরির জন্য আগ্রহ বোধ করেন তাহলে কোন শিক্ষাগত যোগ্যতায় এই পদে নিয়োগ করা হবে, বয়স সীমা কত, বেতন কত, সিলেকশন প্রসেস , অফিশিয়াল নোটিফিকেশন সহ আরো বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনটিতে।
নিয়োগকারী সংস্থা |
Indian Institute Of Technology Kharagpur (IITKGP) |
পদের নাম |
Junior Assistant |
শূন্যপদ |
40 টি |
আবেদন মাধ্যম |
অনলাইনে |
আবেদনের শুরু তারিখ |
16/02/2022 |
আবেদনের শেষ তারিখ |
16/03/2022 |
পদের নাম : জুনিয়র এসিস্ট্যান্ট (Jr. Assistant)
শূন্যপদ : মোট ৪০ টি শূন্যপদ আছে যার মধ্যে UR-25,SC-1,ST-1,OBC-10,EWS-2 এবং PwD-1
বয়সসীমা : এই পদে চাকরি করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ওবিসি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে পাঁচ বছর এবং এসটি ও এসসি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন তিন বছর।
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে।
বেতন কাঠামো: এই পদে চাকরির জন্য বেতন দেওয়া হবে পে লেবেল 3 অনুসারে ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।
আবেদন মূল্য : এই পদে আবেদন করার জন্য আবেদন ফি লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি : এই চাকরিতে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন শুরু তারিখ :১৬ই ফেব্রুয়ারি,২০২২
আবেদন করার শেষ তারিখ : ১৬ই মার্চ,২০২২
কিভাবে আবেদন করবেন: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে আবেদন ফর্ম পূরণ করবেন এবং তারপরে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করবেন। আপনি নীচের দেওয়া অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন আবেদন করার পদ্ধতি।
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)